চিন্তন নিউজ, ৩০মে ২০২৩,কল্পনা গুপ্ত:-পূর্বস্থলী ১ এরিয়া কমিটির অন্তর্গত নসরৎপুর শাখার নিংড়া গ্ৰামে সারাদিন “চোর ধরো জেল ভরো,”শ্লোগান দিয়ে তৃণমূলের দুর্নীতিগ্ৰস্ত নেতাদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে নসরৎপুর ক্ষেতমজুর সংগঠনের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।
সংযুক্ত কিষান মোর্চার ডাকে পাঁচ দফা দাবির নিয়ে,
জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় ও কার্জন গেট চত্বরে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন প্রবীণ
কৃষক আন্দোলনের নেতা দুর্যোধন সর।
বক্তব্য রাখেন সংযুক্ত কিষান মোর্চার নেতা ও সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার ও বাম কৃষক নেতৃত্ব।
সভাপতিত্ব করেন সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি শুকুল শিকদার।
মেমারি ১ পশ্চিম এরিয়া সমন্বয় কমিটির বর্ধিত সভায় সিআইটিইউ সর্বভারতীয় সম্মেলনের রিপোর্ট নিয়ে আলোচনা করছেন অভিজিৎ কোঙার।
সংবাদ দাতা–সাজিদ হোসেন,
আজ সি আই টি ইউ র, ৫৪তম প্রতিষ্ঠা দিবসে মেমারি ১পঃ এরিয়া কমিটির সি আই টি ইউ র, কার্যালয় ও পার্টির কার্যালয়ে পতাকা উত্তোলন কর্মসূচিপালিত হয়। উপস্থিত ছিলেন সুকান্ত কোঙার,সনৎ ব্যানার্জি, বদ্রীচরন লাহা , অভিজিৎ কোঙার, পিযুষ বিশ্বাস সহ পার্টি নেতৃত্ব।