জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২১/৪/২৪:— প্রতিদিন যে আন্দোলন জোরদার হয়ে উঠছে তা হল দেশ বাঁচাও সংবিধান বাঁচাও। আজ বর্ধমান শহরের ১,২, ২৭ ওয়ার্ডে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অধ্যাপক সুকৃতি ঘোষাল’কে নিয়ে এক বিরাট সুসজ্জিত পদযাত্রা সংগঠিত হয়। পথের বিভিন্ন মোড়ে নানান সম্প্রদায়ের মানুষের ভীড়, উৎসাহ, উদ্দীপনা প্রমাণ করছে এই দেশ সবার, বৈচিত্রের পূর্ণ এই ভারতে ঐক্য তার মূল সুর। এই ঐতিহ্যকে রক্ষা করবে সাধারণ মানুষ। পদযাত্রায় ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অধ্যাপক সুকৃতি ঘোষাল, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, জেলা নেতৃত্ব অপূর্ব চ্যাটার্জি, তাপস সরকার, পার্টি এরিয়া সম্পাদক নজরুল ইসলাম, জেলা কমিটির সদস্য সুপর্ণা ব্যানার্জি প্রমুখ।

সোনালি দত্ত দাঁ -নীরব খাঁর সমর্থনে এ.বি.পি.টি.এ.পূর্ব বর্ধমান জেলার উদ্যোগে কালনায় বাজার কোলকাতার সামনে পথসভা হয়। বক্তব্য রাখেন জেলা সম্পাদক ধ্রুবশেখর মন্ডল। সভাপতিত্ব করেন সংগঠনের প্রাক্তন সভাপতি রাধেশ্যাম দাস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।