জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, ৩ জুন, ২০২২ – গতকাল ২ জুন দেবসালা আঞ্চলিক কৃষক সভার অন্তর্গত দেবসালা গ্রামে,দেবসালা গ্রাম কমিটির সম্মেলন শুরু হলো পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। সম্মেলনের সাফল্য কামনা জানিয়ে বক্তব্য রেখেছেন কার্তিক কোন ও আলোক রানা।

২ জুন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ, বর্ধমান সদর ১ ব্লক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমান সদর ১ এরিয়ার কান্টিয়া গ্রামের আদিবাসী পাড়ায়। সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন , শহীদ বেদীতে মাল্যদান হয়। শুরুতেই বক্তব্য রাখেন জগন্নাথ ওরাং। কমরেডরা বিভিন্ন অঞ্চলের পক্ষ থেকে বক্তব্য রাখেন। অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা সম্পাদক কবিলাল মান্ডী। সারা ভারত কৃষক সভা বর্ধমান সদর ১ ব্লক কমিটির পক্ষ থেকে বলেন হাসনাত জালালী। ১২ জনের নতুন কমিটিতে সম্পাদক নির্বাচিত হন রামলাল সরেন, সভাপতি নির্বাচিত হন ভায়রো মুর্মু। উপস্থিত ছিলেন ক্ষেতমজুর আন্দোলনের নেতা সেখ সালাল উদ্দিন, নরেন দাস। শ্রমিক নেতা শ্রীকান্ত ঘোষ, যুব নেতা চন্দন সোম।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।