জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়ঃ-উত্তরপাড়া-কোতরঙ পৌরসভার ভদ্রকালী শান্তিনগর এলাকার প্রবীণ নাগরিক ও বিশিষ্ঠ চিত্র সাংবাদিক মোহন নাগের জীবনাবসান হয়েছে গত ১ জুন, ২০২২ সন্ধ্যায় ভদ্রকালী সখের বাজারে অবস্থিত মহামায়া হাসপাতালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনি তাঁর দুই পুত্র, পুত্রবধূ ও নাতি নাতনীদের রেখে গেছেন। আজীবন বামপন্থী রাজনীতিতে আস্থাশীল ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ‘ র ঘনিষ্ঠ দরদী ও সমর্থক ছিলেন চিত্র সাংবাদিক মোহন নাগ। একসময় তিনি কলকাতা থেকে প্রকাশিত ‘সত্যযুগ’ প্রভাতী দৈনিক সংবাদপত্রের চিফ ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন। সি পি আই (এম) নেতা প্রমোদ দাশগুপ্ত ও তদানীন্তন সান্ধ্য দৈনিক ‘গণশক্তি’ র সম্পাদক সরোজ মুখার্জীর সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশিষ্ট কবি ও সাংবাদিক কৃষ্ণ ধর তাঁর নিকট আত্মীয়। এলাকায় তিনি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, গণতান্ত্রিক নাগরিক সমিতির সাথে যুক্ত ছিলেন।… প্রয়াত মোহন নাগের জীবনাবসানে গভীর শোক প্রকাশ এবং তাঁর পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা।

সোমনাথ ঘোষঃ- চন্ডীতলা ১ নং ব্লকের শিয়াখালা এলাকার দেশমূখা গ্রাম কৃষক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল।
উদ্বোধন করে বক্তব্য রাখেন ব্লক কৃষক সভার সম্পাদক কমরেড সোমনাথ ঘোষ ।

আজকে ২/৬/২২বিকেলে শিয়াখালা ২ নং শাখার ১১৩ নং বুথের নোলোর পাড়ে জনসংযোগ ও অর্থ সংগ্রহ করা হল, কমরেড সোমনাথ ঘোষ, কমরেড তপন ব্যানার্জী সহ১২জন কমরেড উপস্থিত ছিলেন, ২৫টি বাড়িতে যাওয়া হয়ে ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।