জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৫/২/২৪ :- গত ১৪/২/২৪ সিপি আই এম পার্টির আন্দোলন সংগ্রাম পরিচালনার জন্য বোরহাট অঞ্চলের প্রবীণ সিপিআইএম পার্টি সদস্য সত্যনারায়ণ সাঁই আজ সি পি আই (এম) বর্ধমান শহর ১ এরিয়া কমিটিকে পাঁচ হাজার টাকা এরিয়া সম্পাদক, পার্টির জেলা কমিটির সদস্য নজরুল ইসলামের হাতে তুলে দেন।

১৪/২/২৪ পুলিশি আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে মুর্শিদাবাদের বহরমপুরে মঙ্গলবার অনুষ্ঠিত আইন অমান্য আন্দোলনে পুলিশি আক্রমণের বিরুদ্ধে বুধবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কালনা ২ এরিয়া কমিটি এলাকার সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেতমজুর ইউনিয়ন এবং সিআইটিইউ এর যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় সেনেরডাঙ্গা বাজারে। বক্তব্য রাখেন– কৃষক নেতা নবকুমার বাগ, অশোক ঘোষ, জয়দীপ ভট্টাচার্য, উদয় গোস্বামী, পীযূষ চ্যাটার্জি প্রমুখ। সভা পরিচালনা করেন শাহজাহান শেখ। উল্লেখ্য বহরমপুরে অনুষ্ঠিত আইন অমান্য কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের আক্রমণে শহীদ হন আনারুল শেখ।


একই বিষয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত হয় মেমারি ব্লক ২ মন্ডলগ্রাম এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস বসু সহ অনেকে। বোহার ২ অঞ্চলে গদাই তলায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, জুলহাস মন্ডল সহ সহযোদ্ধারা।

১৫/২/২৪ – সন্দেশখালি কান্ডে, প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিশর্ত মুক্তি সহ বহরমপুরে শান্তিপূর্ণ আইন অমান্যে পুলিশ দ্বারা খুন আনারুল ইসলামের বিচারের দাবিতে মেমারি সহ ভাতার থানার নাসি গ্রাম, বর্ধমান শহরে, দেওয়ান দিঘি অঞ্চলে মিছিল ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হল। বিভিন্ন জায়গায় কর্মসূচীতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মৃণাল কর্মকার, সুভাষ মন্ডল, ইন্দ্রজিৎ হাজরা প্রভৃতি নেতৃবৃন্দসহ প্রচুর মানুষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।