চিন্তন ওয়েব ডেস্ক, দুর্গাপূর,৬ ই ডিসেম্বর:দেশের সংবিধান যখন আক্রান্ত হয় যখন দেশের ধর্মনিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয় সেই দিনটি দেশের আপামর বামপন্থীদের শপথ হয়ে ওঠে দেশ রক্ষার।
এরকমই একটি দিন বারবার ফিরে আসে দেশের বুকে। ৬ ই ডিসেম্বর দেশের ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে। প্রতিবছর এই দিন পালিত হয় দেশের সংবিধান ও সম্প্রীতি রক্ষার স্বার্থে।
দুর্গাপুরের ইস্পাত অঞ্চলে আজ বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর উদ্যোগে পালিত হলো রক্তদান শিবির। শ্বেত শুভ্র পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডি ওয়াই এফ আই ইস্পাত অঞ্চল কমিটির নেতৃত্ব। মাল্যদান করেন একাধিক গণ আন্দোলনের নেতৃত্ব। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান ডি ওয়াই এফ আই পশ্চিম বর্ধমান জেলা সম্পাদিকা অনামিকা সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপূর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়।
কোভিড পরিস্থিতিতে রক্তের সংকট দূর করতে আজকের রক্তদান শিবিরের উদ্যোগ। দুর্গাপূর সাব ডিভিশনাল ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।
রক্তদান শিবিরে এবার মহিলাদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। রক্তদান শিবিরে এবার বহু যুবকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।