রাজ্য

সাথীদের ভালোবাসার আলিঙ্গনে গ্রেফতার সুশান্ত ঘোষ


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:৬ই ডিসেম্বর:-  আজ সেই দিন যেদিন সিপিআই(এম) নেতা সুশান্ত ঘোষ শালবনিতে পা রাখলেন। কিন্তু তার আগে চন্দ্রকোনা থেকে ১১ কিলোমিটার দূরে সুশান্ত ঘোষ গ্রেফতার হয়ে গেলেন —– গ্রেফতার হলেন কিন্তু তা পুলিশ এর হাতে নয় হলেন তাঁর প্রিয় কমরেড সাথীদের হাতে।। হৈ হৈ করে বরণ করে নিলেন সিপিআইএম নেতা কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ।। ফুলে মালায় ভরিয়ে দিলেন তাঁদের প্রিয় নেতাকে।  হাসি মুখে কমরেড সুশান্ত ঘোষ কমরেড দের ভালবাসার অত্যাচার সহ্য করতে লাগলেন।। সবাই এর সাথে কথা বলতে বলতে হাসি মুখে তাদের প্রশ্নের উত্তর দিতে লাগলেন।। শেষ কবে কোন সিপিআইএম নেতা এমন সংবর্ধনা পেয়েছেন তা অনেকেই মনে করতে পারছেন না।। তাঁকে প্রথম দেখেই এক মহিলা কমরেড চিৎকার করে বলে উঠলেন “” আমরা মরব নি, আমরা হারবনি””—- জানতে চাইলেন আবার তাদের ছেড়ে চলে যাবেন না তো তাদের কমরেড।। একজন বললেন তারা মনে করেন সিপিএম মানে সুশান্ত ঘোষ।।ছোট ছোট মেয়েরা যখন প্রনাম করতে গেলে প্রথমে কয়েক জন কে আটকালেও শেষে আর পারলেন না।। পুরোনো সাথী কমরেড দের সাথে দেখা হতেই শুরু হলো কুশল বিনিময়।। জানতে চাইলেন কেমন আছেন সবাই?                  এমন সংবর্ধনা অনুষ্ঠান দেখে  আশা করা যায় পুরো বাঙলার সিপিআইএম কর্মীরা উজ্জ্বীবিত হবেন।

প্রসঙ্গত:- ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করে ক্ষমতায় এলো স্বৈরাচারী তৃনমুল কংগ্রেস সরকার।। সালটা ২০১১ —— পালাবদল এর পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের উন্নয়ন করার থেকেও প্রধান কাজ ছিল সিপিআইএম নেতা কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা। বিনা অপরাধে , বিনা প্রমাণে সিপিআইএম নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে সেই সময়।।। তারমধ্যে প্রধান  বিদায়ী মন্ত্রীসভার সদস্য  সুশান্ত ঘোষ।। গ্রেফতার করা হলো কঙ্কাল কান্ডে।। দীর্ঘ দিন জেলে রাখা হয়েছে এই নেতাকে।। অকথ্য অত্যাচার নির্যাতন চালিয়েছে পুলিশ। এমনকি তাঁর এনজিওগ্রাফি করার পর যখন তাঁর বিশ্রাম নেওয়ার কথা সেই সময় জেলবন্দি সুশান্ত ঘোষকে কার্যত ঘাড় ধরে ঠেলতে ঠেলতে কোর্টে হাজির করা হয়েছিল।। কিন্তু সরকার কোনো কিছুই প্রমাণ করতে পারে নি —— জামিন পেলেন  সুশান্ত ঘোষ।। কিন্তু তাঁর এলাকা গড়বেতা তে  ঢুকতে পারবেন না এমন নির্দেশ জারি করা হয়।। এমনভাবে বহুদিন চলার পর অবশেষে কমরেড সুশান্ত ঘোষ তাঁর নিজের এলাকায় যাওয়ার অনুমতি পেলেন। যুদ্ধজয়ী সৈনিকের মতো মানুষের অভ্যর্থনা, আলিঙ্গন, ভালোবাসা, শুভেচ্ছায় পরিপূর্ণ হ’লেন।




মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।