জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর,


চিন্তন নিউজ, ৮ ডিসেম্বর২০২৩, কৃষ্ণা সরকার— আজ কার্জন গেটে সিপিআই (এম)১নম্বর এবং২নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালিত হল। ভোটার তালিকা প্রকাশ করতে হবে। মৃত ভোটার ও যারা বর্তমানে বাইরে থাকেন, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এই দাবিতে, এসডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়। অবস্থানে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, সুদীপ্ত গুপ্ত, অরিন্দম মৌলিক, প্রশান্ত দাস চৌধুরী, অতনু হুই, তাপস সরকার। বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের কাছে ডেপুটেশনে প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন দীপঙ্কর দে, অঞ্জন বিশ্বাস, দেবদুলাল ঠাকুর এবং সেখ নাসিম আহমেদ। উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলী সদস্য অপূর্ব চ্যাটার্জী।

সংবাদদাতা কল্পনা গুপ্ত –
সিপিআই(এম)এর একনিষ্ঠ সহযোদ্ধা কমরেড অরুণ মজুমদারের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিলো ৭০ বছর। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আজ বেলা দশটা নাগাদ তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি বিগত বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তাঁর স্ত্রী, পরিবার বর্তমান। অরুণ মজুমদারের মরদেহ পার্টির কালনা-১ এরিয়া কমিটির দপ্তর ধাত্রীগ্রামে আনা হয়। সেখানে পার্টির রক্তপতাকা ও পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর, কৃষক নেতা সুকুল শিকদার, আলিম শেখ, বীরেন ঘোষ, অসীম চক্রবর্তী প্রমুখ।সেখান থেকে মৃতদেহ কালনা শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সমাধা করা হয়। প্রয়াত অরুণ মজুমদার আধা ফ্যাসিস্ট সন্ত্রাসের যুগ থেকেই বিভিন্ন গণআন্দোলনের মধ্য দিয়ে তিনি পার্টির সংস্পর্শে আসেন। ১৯৯০ সালে তিনি পার্টির ধাত্রীগ্রাম ২ শাখার সদস্য পদ লাভ করেন। দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শারীরিক অসুস্থতার কারণে ২০২২ সালে তিনি পার্টির সদস্যপদ থেকে অব্যাহতি নেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।