স্বর্ণ বরাল,আসাম,চিন্তন নিউজ:৮ডিসেম্বর:- আসামের শোণিতপুর জেলার তেজপুরে নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূল্য বৃদ্ধি রোধ করুন, রেশনিং ব্যবস্থা সার্বজনীন করুন, অন্ধবিশ্বাস, কুসংস্কার বন্ধ করুন,ডাইনীর সন্দেহে হত্যা করা বন্ধ করুন , মহিলা নির্যাতন বন্ধ করুন,স্মার্ট মিটার বাতিল করুন।
গোয়ালপাড়া জেলায় লক্ষীপুরে সরকার ঘোষিত অরুনোদয় প্রকল্পের অনুদান থেকে বঞ্চিত মহিলারা উপায়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান করেন।
তামুলপুর জেলার গড়েস্বর অঞ্চলে ২১জানুয়ারি নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সমাবেশ উপলক্ষে গ্ৰুপসভাএবংপোষ্টারিং করা হয়।
৮ডিসেম্বর রাজ্য সমাবেশ উপলক্ষে রাঙ্গাপারা চা-বাগানে প্রচার কার্য।