চিন্তন নিউজ:কল্পনা গুপ্ত:২৪ শে সেপ্টেম্বর:- গতকাল ২৩ শে সেপ্টেম্বর এ বি টি এ এর আহ্বানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক দপ্তরে মধ্যশিক্ষা পর্ষদে গণতান্ত্রিক পরিবেশে পঞ্চম থেকে দশম শ্রেণি অবধি সিলেবাস ও পরীক্ষাসূচী ঘোষণা সহ ১৮ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে।
আজ ২৪ শে সেপ্টেম্বর কৃষিবিল বাতিলের দাবিতে, বিদ্যুতের অস্বাভাবিক বিলের বিরুদ্ধে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির প্রতিবাদে রায়না ১ এরিয়া কমিটির উদ্যোগে দলুইদিঘিতে মিছিল ও জনসভা হয়। এই সভায় সভাপতি ছিলেন নাসের আলি মল্লিক, বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার, কওসর আলি।
মেমারি পৌরসভা অভিযানকে সামনে রেখে মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির ইছাপুর দঃ শাখায় মিছিল ও পথসভা হয়।
রায়নার গোতান অঞ্চলের মাঠ বৈদ্যপুর গ্রামে খেতমজুর সদস্য সংগ্ৰহ করা হয়।