জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১০ ফেব্রুয়ারি: গতকাল কলকাতায় মহিলা জমায়েতে পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি সি পি আই এম পার্টির পক্ষ থেকে জেলার বিভিন্ন জায়গায় পালিত হয় মিছিল, প্রতিবাদ সভা ইত্যাদির মাধ্যমে। কাটোয়া বড়বাজার চৌরাস্তায়, বর্ধমান শহর ২ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে বীরহাটা ব্রিজ সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন পারুল ঘোষ, বক্তব্য রাখেন এরিয়া সম্পাদিকা শ্রাবণী মল্লিক, গৌরী ঘোষ। গুসকরা স্টেশনে প্রতিবাদ সভায় গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা নেত্রী অনামিকা মিত্র।

আগামী ১১ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানকে সামনে রেখে ছাত্র ও যুব ফেডারেশন জামালপুর ১ ও ২ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে জামালপুরের দোলরডাঙা থেকে জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন মফিজুল হক। বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের জামালপুর লোকাল কমিটির সম্পাদক নীলকমল পাল, যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্যা কমরেড সুরভি টুডু ও পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অয়নাংশু সরকার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।