সৌমেন বাগ: চিন্তন নিউজ:২১শে এপ্রিল:-সিপিআই(এম),উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির অন্তর্গত চেঙ্গাইল ল্যাডলো জুট মিল,বাউড়িয়া নর্থ মিল এলাকা,বাউড়িয়া -গ্লস্টার,চেঙ্গাইল কাঞ্চনবাণী সিনেমা হল সংলগ্ন এলাকা,বুড়িখালী যুব অফিস প্রভৃতি জায়গায় covid-19কে ঠেকাতে সমস্ত আইনত,স্বাস্থ্য-সম্মত প্রটোকল মেনেই সরকারি উদাসীনতার বিরুদ্ধে “প্রতিবাদ”কর্মসূচী সংগঠিত হয়।
ট্রেড ইউনিয়ন-এর সদস্যদের পাশাপাশি প্রাথমিকশিক্ষক-শিক্ষাবন্ধু-পার্শ্বশিক্ষক,যুব,ছাত্র-মহিলা ফ্রন্টের প্রতিনিধি-মূলক উপস্থিতি ছিলেন।