জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত : ২৫ জানুয়ারি – আজ সারা ভারত ছাত্র ফেডারেশন থেকে ডি এমের কাছে ডেপুটেশন দেওয়া হয় অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে জেলার সম্মস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে। ছাত্র ফেডারেশনের জেলা দপ্তর থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করে এই ডেপুটেশন কর্মসূচি পালিত হয়।

পশ্চিমবঙ্গ আই.সি.ডি.এস কর্মী সমিতির পক্ষ থেকে কাটোয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। কাটোয়া সুবোধ স্মৃতি ভবন থেকে মিছিল করে কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে আসেন কাটোয়া মহকুমার আই.সি.ডি.এস কর্মীরা।

১. অস্থায়ী ঠিকা শ্রমিকদের স্থায়ী করতে হবে।
২.ন্যূনতম মাসিক মজুরি ২১০০০/- টাকা দিতে হবে।
৩.সবরকম সামাজিক সুরক্ষা দিতে হবে।
৪. মাসে ১০০০০/- টাকা পেনসন দিতে হবে।
৫. বেসরকারী করণ করা চলবে না।
৬.শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে।


সি,পি,আই ( এম) কালনা ২ নং এরিয়া কমিটির পিণ্ডরা অঞ্চলের সভা করা হয়, ” ফেরাতে হাল ধরো লাল ” ২- রা ফেব্রুয়ারী বর্ধমানে সমাবেশ সফল করার লক্ষ্যে। এই সভায় সভাপতিত্ব করেন মহম্মদ আলি , বক্তব্য রাখেন সুকান্ত কোঙার , সন্ধ্যা রায় , নারায়ন মুর্মু ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।