জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:২৭/১২/২০২৩:- চন্দন চক্রবর্তীঃ-মগরা অঞ্চলের বাগাটী নিবাসী পার্টির এরিয়া কমিটির পার্টি সদস্য তরুন কমরেড সুব্রত আজ দুপুরে প্রয়াত হয়েছে নিজ বাসভবনে। জীবনযুদ্ধের লড়াইয়ে, দুরারোগ্য ব্যাধির কাছে কমরেড সুব্রত পরাজিত হলো। আগামীদিনে প্রতিমুহূর্তে ওর চেতনা এবং চিন্তন দলের চলার পথে পাথেয় হয়ে থাকবে। উনি আগামীর লড়াইয়ের ময়দানে সবসময় থাকবেন।

দলের দুঃসময়ে এইরকম একজন লড়াকু কমরেডকে হারিয়ে হুগলি জেলা
শোকসন্তপ্ত।
ওনার চলে যাওয়া অপূরনীয় ক্ষতি।

সোমনাথ ঘোষঃ-অকাল বর্ষনে ক্ষতিপূরণ, ধান ক্রয়, স্মার্ট মিটার চালু না করা , রেগায় কাজ ও বকেয়া মজুরি দ্রুত প্রদানের দাবীতে চন্ডীতলা ১ বিডিও এর কাছে প্রতিনিধিত্বমুলক ডেপুটেশন দেওয়া হয় ।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন কমরেড রঘুনাথ ঘোষ, কমরেড সোমনাথ ঘোষ, কমরেড অশোক নিয়োগী, কমরেড সন্তোষ ঘোষ সহ অন্যান্যরা ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।