জেলা

জলপাইগুড়ি জেলা সংবাদ


দীপশুভ্র সান্যাল:চিন্তন নিউজ:১৮ই ফেব্রুয়ারি:- জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কার্যালয়ের সামনে পথে বসেই অবস্থান শুরু করে হবু প্রাথমিক শিক্ষকরা. শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন রকম জটিলতা তৈরি হচ্ছে. সংসদের কাছে সঠিক কোন উত্তর নেই। কিছু জানতে চাইলেই তারা হয় মুখে কুলুপ আঁটছেন নয়তো ঠেলে দিচ্ছেন রাজ্য শিক্ষা দপ্তরের দিকে. মেরিট লিস্ট প্রকাশ করার পরও দেখা যাচ্ছে মেরিট লিস্টে নাম থাকা কর্মপ্রার্থীদের কাউন্সিলিং এর জন্য ডাকা হচ্ছে না. মাত্র কয়েক জনকে ভেতরে ডাকা হচ্ছে ভেরিফিকেশন ও কাউন্সেলিং এর জন্য. সেখানেও দেখা যাচ্ছে যে সমস্ত প্রার্থী প্যারা টিচার বা শারীরিক প্রতিবন্ধী হিসেবে ফর্ম জমা করেনি তাদের নাম এই সমস্ত সংরক্ষিত লিস্টে রয়েছে । তাদের চাকরির ভবিষৎ প্রশ্নের মুখে।যারা প্যারা টিচার বা শারীরিক প্রতিবন্ধী তাদের ডাকা হচ্ছে না. মেরিট লিস্টে নাম রয়েছে কিন্তু জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে না হয়নি সেই সকল কর্মকর্তাদের জানানো হচ্ছে কলকাতা গিয়ে যোগাযোগ করতে। কবে যেতে হবে তা তাদের মেইল বা ম্যাসেজ করে জানানো হবে। এই সকল প্রার্থীদের প্রশ্ন কেন একই মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদের কোলকাতা যেতে হবে। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝাঁ জানান যাদের নাম মেরিট লিস্টে আছে সকলকে এই প্রাথমিক বিদ্যালয় সংসদে ডেকে আনা হয়েছে তারপর তাদের জানানো হচ্ছে তাদের নাম ডি পি এস সি তে নেই এটা চরম বঞ্চনার বিরুদ্ধে যারা আন্দোলনরত তাদের পাশে এ বি পি টি এ মানসিকভাবে শারীরিকভাবে থাকবে. মেরিট লিস্টে যাদের নাম আছে তাদের সকলকে দ্রুততার সাথে কাউন্সেলিং করে নিয়োগ পত্র দিতে হবে. রাজ্য সরকারের এই নীতির ফলে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং আগামীতে এই প্রার্থী দের চাকরির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ছে।এই বঞ্চনা কোনোমতেই মেনে নেওয়া যাবে না।

অপরদিকে রাজ্যের অন্যান্য পৌরসভার সাথে সাথে জলপাইগুড়ি পৌরসভারও মেয়াদ ফুরিয়ে যাওয়ায় বর্তমানে প্রশাসকমন্ডলীর দ্বারা পৌরসভার সকল কাজ পরিচালিত হচ্ছে যার দরুন শহরবাসীকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে । এছাড়া বিরোধী দলের কাউন্সিলররা বর্তমানে তাঁদের ওয়ার্ডের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পরিচালনা করছেন এবং রাজনৈতিক দিক থেকে তাঁদের নানা বঞ্চনার শিকার হতে হচ্ছে । এসবের প্রতিবাদে আজ সিপিআই(এম) সদর পূর্ব এরিয়া কমিটির পক্ষ থেকে পৌরসভা অভিযান করা হয় । এই অভিযানের মধ্যে দিয়ে পৌরসভার প্রশাসকমন্ডলীর প্রধান শ্রীমতী পাপিয়া পালের কাছে শহরের বেশকিছু ওয়ার্ডের বেহাল রাস্তা , জলনিকাশি ব্যবস্থার দুরবস্থা সহ শূয়োরের উপদ্রব ও নানা অসুবিধা লিখিত আকারে পেশ করা হয় । উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) জেলা সম্পাদক সলিল আচার্য , এরিয়া কমিটির সম্পাদক বিপুল স্যান্যাল । এছাড়াও কর্মসূচীতে বক্তব্য রাখেন পীযুষ মিশ্র , প্রমোদ মন্ডল , শম্পা মজুমদার অন্যান্য বাম নেতৃত্ব ।

সিআই টি ইউ নেতা টোটো চালক ইউনিয়ন এর সম্পাদক শুভাশিস সরকার জানালেন, পথ অবরোধের সামিল হল সিআইটিইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়ন। জলপাইগুড়ি ওল্ড পুলিশ লাইন মোড়ে এক টোটো চালককে মেরে তার চাবি ছিনিয়ে নেয় দুই দুষ্কৃতী। টোটো চালক প্রতিবাদ করলে তার টোটোর কাজ ভেঙে দেয় দুষ্কৃতীরা প্রতিবাদে আশপাশের লোকেরা ছুটে আসলে স্কুটিতে থাকা দুই যুবক চম্পট দেয়। টোটো চালকের ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করে সিআইটি ইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়ন। পরে পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।