জেলা

হুগলী জেলা সংবাদ



চিন্তন নিউজ, ১০ অক্টোবর: শ্রীরামপুর থেকে সোমনাথ ঘোষ:- হুগলি জেলার সীমান্তবর্তী হরিপুর এলাকায় বনপাঁচবেড়িয়া গ্রামে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে সদস্য সংগ্রহ অভিযান করা হলো। মানুষের সাথে কথা বলে এলাকার আর্থ সামাজিক চিত্র উঠে এলো। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় তৃনমুলের লুঠের কারণে ছিটেফোঁটাও ত্রান মেলেনি। চরম দূর্দশার মধ্যে দিন কাটছে মানুষের।

উত্তরপ্রদেশের হাথরসে দলিত কন্যা মনিষা বাল্মিকীকে ধর্ষণ ও খুন রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি চন্ডীতলা ১ এর উদ্যোগে মশাটে মিছিল ও পথসভা হয়। প্রথমে সংগঠনের উদ্যোগে বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে কনভেনশন হয়। পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদিকা দীপ্তি চ্যাটার্জী, সভাপতিত্ব করেন কমরেড তপতী ব্যানার্জি। সংগঠনের চন্ডীতলা ১ সম্পাদিকা কমরেড লক্ষী মালিক উপস্থিত ছিলেন। বৃষ্টির মধ্যেও মহিলাদের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল।

পাণ্ডুয়া থেকে জয়দেব ঘোষ :- চন্দননগর কর্পোরেশনে তৃণমূলের লাগামহীন দুর্নীতি ও অবিলম্বে নির্বাচনের দাবীতে সংযুক্ত নাগরিক কমিটি ও কংগ্রেসের ডাকে পুর কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়া হয় ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে কেন্দ্র ও রাজ্যে সরকারের দুর্নীতির বিরুদ্ধে গতকাল পান্ডুয়া ব্লকের সিমলাগর-ভিটাসিন অঞ্চলের রানাগর গ্রামে বাম-কংগেস যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মগরা থেকে সন্দীপ সিনহা:- পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী ইউনিয়ান হুগলী জেলার সভা অনুষ্ঠিত হল সিঙ্গুর ব্লকে। এই সমবায় কর্মচারী ইউনিয়ন টি সি আই টি ইউ অনুমোদিত৷ আজকের এই সভায় বিভিন্ন ব্লক থেকে প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন৷ এই সভায় উপস্থিত ছিলেন রতন সেন এবং কৃষ্ণ চন্দ দাস৷


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।