জেলা

বহরমপুরে মহিলাদের মিছিলে পুলিশের বাধা


অর্ণব দে ; চিন্তন নিউজ:১০ই ডিসেম্বর:–আজ বহরমপুরে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে চারদফা দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি ছিল। মহিলারা জমায়েত হয়ে মিছিল করে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় কালেক্টরি মোড়ে পুলিশ বাধা দেয়। মহিলারা সকলে ঐখানেই রাস্তায় বসে পড়েন এবং স্লোগান দিতে থাকেন। মহিলাদের এক প্রতিনিধি দল জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিতে যান।

কালেক্টরি মোড়ে ম্যাটাডোরকে ডায়াস করে একটি সভা করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন জেলা সভানেত্রী সুলেখা চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদিকা কনিনীকা ঘোষ বোস ও রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যা বিলকিস বেগম।

আজকের সভায় মহিলাদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো। বিশেষ করে যুবতী মহিলাদের অধিক উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের চারদফা দাবীগুলো– মহিলাদের নিরাপত্তা, খাদ্য সুরক্ষা, কেন্দ্র সরকারের কৃষি আইন প্রত্যাহার ইত্যাদি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।