জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৮ ডিসেম্বর ২০২১ – সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতিপূরণের দাবিতে আজ জেলার বিভিন্ন স্থানে, কালনা- ২ বিডিওকে স্মারকলিপি দিলেন কৃষকরা। সারা ভারত কৃষক সভার কালনা-২ কমিটির উদ্যোগে এদিন কৃষকরা জমায়েত হন সিঙ্গারকোন হাটতলায়। সেখান থেকে মিছিল করে কালনা-২ ভিডিও দপ্তরের সামনে যায়। ফসলের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে কৃষক নেতা কাজী নুরুল ইসলামের সভাপতিত্বে সভা শুরু হয়। বিভিন্ন দাবির স্বপক্ষে বক্তব্য রাখেন– অনুপ গোস্বামী, জয়দীপ ভট্টাচার্য্য, নবকুমার বাগ প্রমূখ। বক্তারা বলেন, সরষে, পেঁয়াজ, আলু, সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তাই কৃষক ও ঠিকা কৃষকদের বিঘা প্রতি ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি খেতমজুরদের বিকল্প কাজের ব্যবস্থা, সারের কালোবাজারি বন্ধ, পুনরায় চাষ করতে কৃষকদের বীজ-সার সরবরাহ, সরকারকে শস্য বীমার একশো শতাংশ টাকা দেবার দাবি তোলা হয়।

আগামী ২৫-২৬ ডিসেম্বর ২০২১, ‘২৫তম- সি পি আই ( এম) পূর্ব বর্ধমান জেলা সম্মেলন’ অনুষ্ঠিত হবে বর্ধমান শহরের টাউন হলে। এই সম্মেলনকে সামনে রেখে বর্ধমান শহরের রাজবাটি থেকে চাঁদনিচক মোড় পর্যন্ত অর্থ সংগ্রহ করা হলো বর্ধমান শহর ১ এরিয়া কমিটির পক্ষ থেকে।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পূর্ব বর্ধমান জেলা কমিটির ২৫তম জেলা সম্মেলন আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর’২১ কমরেড নিরুপম সেন নগর (বর্ধমান শহর), কমরেড আব্দার রাজ্জাক মন্ডল ও কমরেড সাধনা মল্লিক মঞ্চে (টাউন হল) অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তিকে মাথায় রেখে ৬ ডিসেম্বর ‘২১ “সম্প্রীতি দৌড়”র আয়োজন করা হয়। আজ ৮ ডিসেম্বর সকাল আটটায় বর্ধমান টাউন হল ময়দান থেকে বোরহাট ইঞ্জিন বাগান পর্যন্ত সেই “সম্প্রীতি দৌড়” অনুষ্ঠিত হয়। এই দৌড়ে প্রায় দেড়শতাধিক দৌড়বীর অংশ নেয়‌। রাস্তায় দাঁড়িয়ে অসংখ্য মানুষ এই দৌড়বিদদের উৎসাহ যোগান ও তাদের অভিনন্দিত করেন। পূর্ব বর্ধমান জেলা ২৫ তম সম্মেলনের অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারীদের হাতে টিফিন এবং স্মারক তুলে দেয়া হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভ্যর্থনা কমিটির কার্যকরী সভাপতি তাপস সরকার, সম্পাদক অপূর্ব চ্যাটার্জি, পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য তরুণ রায়, দীপঙ্কর দে, আলমগীর মন্ডল, গৌরী ব্যানার্জী, সুপর্ণা ব্যানার্জী ও দুই এরিয়া কমিটির নেতৃত্ব সহ অন্যান্য গণ সংগঠনের নেতৃত্ব এবং অসংখ্য কর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন বর্ধমান শহরের অতীত দিনের প্রখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব সমূহ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।