কলমের খোঁচা

“গুলিয়ে_দাও_চিন্তা_গুলো” – গৌতম দাস


চিন্তা গুলো দাও গুলিয়ে
ভাবনা গুলো দাও ঘেঁটে ।
রাম রহিমের যুদ্ধ লাগাও
জিতবে জে’ন ঠিক ভোটে ।

সমস্যা সব শিকেয় তোলো
খাদ্য না খাক পেট ‘ভরে ,
চাকরী না থাক , ভাষণ চালাও
মরছে মানুষ যাক মরে ।

“ভুলভুলাইয়া”ভুলিয়ে রাখো
পাবে না পথ বেরোবার ,
মুখথুপড়ে পড়ুক মানুষ
ফিরবে না হাল জনতার ।

শির ফুলিয়ে ভাষণ চালাও
তুমিই দেশের চৌকিদার ,
বিরোধী সব দেশদ্রোহী
দেখাও___ দেশপ্রেম বাহার ।

কুৎসা করো___ নকুল দানা
লাড্ডু দেখো কে কে খায় ;
সমস্যা সব ভুলিয়ে রাখো
দেবে যে ভোট জনতায় ।

রাজা হবার মোহে এখন
দরদী হও সেই চাষীর
গুলিয়ে দাও ভাবনা গুলো
সমস্যা থাক বেকারীর ।

তেল আনতে পান্তা ফুরোক
থাকনা ভুলে জনগণ ,
সামনে যে ভোট সাজিয়ে নাও
কৌশলে এই মহারণ ।

ভুলিয়ে দাও চিন্তা গুলো
ভাবনা গুলো দাও ঘেঁটে
বিরোধীদের জেলে পোরো
জিততে হলে এই ভোটে ।

স্বচ্ছ জলে মাছ ‘ধো’র না
গুলিয়ে জল মাছ ধরো ,
ভোট যে বলাই ,
মিথ্যে ভাষণ ___সঙ্গে ভয়ের ,
সেই পরিবেশ ,ফের গড়ো।

গুলিয়ে দাও চিন্তা গুলো
ভাবনা গুলো দাও ঘেঁটে
সাজবে রাজা আবার তুমি ,
জিতবে ঠিকই এই ভোটে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।