কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:৪ঠা জুলাই:- লকডাউনের পর এখন চলছে আনলক ২। কাজের হাহাকার রাজ্যব্যাপী, আমফানের ভয়াবহতা কাটেনি বহু জায়গায়। লকডাউনে বোরো ধান মাঠেই পড়ে নষ্ট হতে দেখা গেছে কৃষি শ্রমিকের অভাবে। বহু বাধা বিপত্তি পার হয়ে বেশ কিছু পরিযায়ী শ্রমিক ঘরে ফিরলেও মেলেনি সরকারি সাহায্য বা ঘোষিত পরিকল্পনার টাকা। আমফানে সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মক। বর্ষার শুরুতেই অনেক জেলায় বন্যা পরিস্থিতি।
লাগামছাড়া দাম সবজি বাজারে। একেই টাকার জোগান কম অন্যদিকে ঊর্ধ্বমুখী প্রত্যেকটি নিত্যব্যবহার্য জিনিসপত্র। এমতাবস্থায় সি পি আই (এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির অন্তর্গত বাকসাড়া ১ নং শাখায় আয়োজন করা হল ‘জনগণের সবজি বাজার।’ সাধারণ মানুষের উপস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কী অবর্ণনীয় কষ্টে আছেন এখনও তাঁরা এবং বামপন্থীরাই ভরসা এটাও প্রমাণিত বারংবার। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সমীর সাহা, কমরেড সুমিত্র অধিকারীসহ কমরেড শঙ্কর দাস, কমরেড মীনা সাহা, কেয়া দাস প্রমুখ।