চিন্তন নিউজঃ- জয়দেব ঘোষ:১৯শে আগস্ট:– – শূন্য পাওয়া লাল ঝাণ্ডার মানুষ গুলোই আজও অসহায় মানুষের পাশে আছে। ঘটনা হুগলি জেলার ধনিয়াখালির, ২০০৩ সালে বামফ্রন্টের জমানায় এই এলাকায় ৮৫ বিঘা জমি এলাকার গরিব অসহায় মানুষের মধ্যে পাট্টা বিলি করা হয় তৎকালীন রাজ্য সরকারের মন্ত্রীদের উপস্থিতিতে। ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের পরেই এলাকার জমিদার ওই সমস্ত অসহায় মানুষদের জমি কেড়ে নিয়ে তাদের ওপর অমানবিক অত্যাচার চালায়। প্রতিরোধ করতে গেলে শাসক দলের নেতাদের ব্যবহার করে বহু গরিব মানুষকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। পরে অবশ্য অনেক লড়াই আন্দোলনের মাধ্যমে জমি ফিরিয়ে নেওয়া হয়। এবার বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর সঙ্গে সঙ্গে জমিদার জিতেন সরকার কার্তিক সরকার দের ঔদ্ধত্য বেড়ে যায় এবং পাট্টা পাওয়া মানুষ গুলোর উপর অত্যাচার চালিয়ে জমি কেড়ে নিতে উদ্যত হন। খবর পেয়েই সারা ভারত খেতমজুর ইউনিয়নের নেত্রী কমরেড বন্যা টুডু কে সঙ্গে নিয়ে কমরেড গন ঘটনাস্থলে গিয়ে জমি পুনরুদ্ধার করা হয়।
আজ ত্রিবেণী টিস্যু কারখানা থেকে চাকরীর অবসর গ্রহণের পর, টিস্যু সিটু ইউনিয়নের কমিটি সদস্যদের বিদায়কালীন সম্মান প্রদান এর একটি অনুষ্ঠান।