জেলা

‘জনতার রান্নাঘর’


‘রুদ্র চক্রবর্তী: চিন্তন নিউজ:১৫ই মে:– সি পি আই(এম) ডানলপ-বাঁশবেড়িয়া-চন্দ্রহাটী এরিয়া কমিটির অন্তর্গত ১১ ও ১২ নং শাখায় তিন দিনের “জনতা রান্নাঘরের” আয়োজন করা হয়েছে। আজ প্রথম দিনে ৭০০ জন মানুষের হাতে রান্না করা খাওয়ার তুলে দেওয়া হয়। এলাকার সাধারণ মানুষের “জনতার রান্নাঘর” নিয়ে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো। সিপিআই(এম)পার্টি এরিয়া কমিটির সকল সদস্য ,পার্টি সদস্য এবং সাধারণ সমর্থকরা নিরলস পরিশ্রম করছেন এই কর্মসূচি সফল করার জন্য।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।