দেশ

বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে সোনা জিতলেন ভারতের পি.ভি.সিন্ধু।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২৫ শে আগস্ট:–বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের নোজোমি ওকুহারাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন ভারতে গর্ব হায়দ্রাবাদের মেয়ে পি.ভি সিন্ধু। ইতিহাস গড়ে ফেললেন পি.ভি সিন্ধু।তাঁর পুরো নাম পুসরলা ভেঙ্কটা সিন্ধু। খেতাব নির্ণায়ক ম্যাচে জাপানি প্রতিপক্ষকে ২১-৭, ২১-৭ গেমে উড়িয়ে দেন সিন্ধু। এর আগে দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল হায়দ্রাবাদি তারকাকে। ম্যাচের প্রথম পয়েন্ট থেকেই ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ওকুহারার ওপর চাপ তৈরি করেন। দু’টি গেমের একটিতেও দাঁড়াতে পারলেন না বিশ্বের চার নম্বর খেলোয়াড়। হেড টু হেডের বিচারে এই ম্যাচের আগে সামান্য এগিয়ে থেকে নেমেছিলেন সিন্ধু। ১৫বারের সাক্ষাতে আটবার জেতেন ভারতীয় শাটলার। রবিবারের একপেশে জয়ে তা ৯-৭ করে ফেললেন। সিন্ধুর মায়ের জন্মদিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাবই উপহার দিয়ে বসলেন। ম্যাচ শেষে পিভি সিন্ধু জানান, ‘এই পদক তিনি তাঁর মাকে উৎসর্গ করছেন। আজ তাঁর মায়ের জন্মদিন। পি.ভি বলেন তিনি কোচ পুলেল্লা গোপীচাঁদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ ।তিনি আর‌ও বলেন সাপোর্ট স্টাফদের কাছেও তিনি কৃতজ্ঞ।’


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।