রাজ্য

জামিয়া মিলিয়া ও জলঙ্গীতে গুলি চলা,মৃত্যুর প্রতিবাদে এস‌এফ‌আই পথে।


মিঠুন ভট্টাচার্য্য: চিন্তন নিউজ:১লা ফেব্রুয়ারি:–জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদে এবং জলঙ্গিতে NRC বিরোধী আন্দোলনে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে ৩১শে জানুয়ারি শিলিগুড়ি শহরে ভারতের ছাত্র ফেডারেশন দার্জিলিং জেলা কমেটির পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হয়।

ঘটনার প্রতিবাদ জানিয়ে এসএফআই দার্জিলিং জেলা সম্পাদক শংকর মজুমদার জানিয়েছেন দেশের যে কোনো কোনায় যে কোনো অবস্থায় যখন কোন ছাত্র আক্রান্ত হয় , সে রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার কিংবা অন্য যে কোন ভাবে , তখন ভারতের ছাত্র ফেডারেশন এভাবেই রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন করবে ।

এ প্রসঙ্গে এসএফআই দার্জিলিং জেলা সভাপতি সাগর শর্মা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের এনআরসি – সিএএ ইত্যাদি আইন সম্পূর্ণ জনবিরোধী এই আইন প্রত্যাহারের দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে এবং সারাদেশে এই আইনের বিরুদ্ধে প্রচুর মানুষ লড়াই আন্দোলনে শামিল হয়েছে সেই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদের জলঙ্গিতে কেন্দ্র সরকারের প্রকৃত সহায়ক হয়ে এ রাজ্যেও সরকারী দলের স্থানীয় নেতা, পুলিশ সাধারণ নাগরিকদের গুলি করে খুন করেছে , ভারতের ছাত্র ফেডারেশন দার্জিলিং জেলা কমিটি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র ধিক্কার জানায় ।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে সারাদেশের সমস্ত ইউনিভার্সিটিগুলোতে শিক্ষিত ছেলে মেয়েরা বিনা কারণে না বুঝে সরকারের সমালোচনা করছে না , শিক্ষিত ছাত্র যুব সমাজ সমাজের ভালো মন্দটা যথেষ্টই বোঝে , তাই যতদিন এই কালা আইন প্রত্যাহার না করা হবে ততদিন ছাত্ররা রাস্তায় থেকে লড়াই করবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।