চিন্তন নিউজ ডেস্ক, শংকর পাল, দুর্গাপূর,১৬ ই জুন :সারা দেশব্যাপী প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে বামেরা, দেশজুড়ে চলছে প্রতিবাদ দিবস। কেন্দ্রীয় সরকারের শ্রম আইন পরিবর্তন বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশের বিভিন্ন প্রান্তে ।সেই সঙ্গে কাজ হারানো শ্রমিকদের ৭৫০০ টাকা ভাতা দেওয়ার দাবি তোলা হয়েছে ।সেই সঙ্গে ছয় মাস নিরন্ন মানুষের হাতে রেশনের মাধ্যমে ১০ কেজি করে চাল দেওয়ার দাবি তোলা হয়েছে।
কাজ হারানোর শ্রমিকের পাশে দাঁড়াতে হবে কেন্দ্রীয় সরকারকে এই দাবি নিয়ে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার গেটে বিক্ষোভ সভা আয়োজন করল হিন্দুস্তান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন শ্রমিকদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেওয়া হয় কারখানার গেটের সামনে।
রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বাঁচানোর আন্দোলন চলছে যেরকম ঠিক তেমনিভাবে সাধারণ শ্রমিকদের পাশে দাঁড়াতে সরকারের কাছে তাদের দাবি। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা গুরুপ্রসাদ ব্যানার্জি , ছিলেন সিআইটিইউ পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য মলয় ভট্টাচার্য এবং নন্দলাল দাস।