দেশ বিদেশ

এভারেস্ট এখন জঞ্জাল ফেলার আস্তাকুঁড়ে পরিণত


১৯শে মে :২০১৯ : মীরা দাস ; এভারেস্ট এখন জঞ্জাল ফেলার আস্তাকুঁড় হয়ে উঠেছে …

এভারেস্ট এখন বিশ্বের সর্ব্বোচ্চ আর্বজনা ফেলার জায়গা হয়ে দাঁড়িয়েছে ,এ কথা জানার পর থেকে নেপাল সরকার পরিস্কার করতে উদ্যোগী হয়েছে ।
এ কাজ করতে গিয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ৫ টন জঞ্জাল মিলেছে ।
পরিবেশ বিজ্ঞানি রা আতঙ্কিত এবং উদ্বিগ্ন । এই স্তুপীকৃত জঞ্জালের জন্য মুলত দায়ী পর্বত অভিযাত্রী রা, নেপাল সরকার বলেছে ।
নেপালের পর্যটন দপ্তরের সর্বময় অধিকর্তা ডান্ডুরাজ ঘিমিরে বলেছেন ১৪ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত্য অভিযান চলে এবং প্রায় ৫ হাজার কেজি বর্জ্য দ্রব্য পাওয়া গেছে । এই আবর্জনা পরিষ্কারের কাজ আকাশ পথে সেনা বাহিনীর জওয়ান রা করছেন । আশা করা হচ্ছে ঠিক নিয়ম মাফিক এই কাজ চললে জুন মাসের প্রথম সপ্তাহেই পরিস্কার হয়ে যাবে ।
নেপাল সরকার জানাচ্ছেন , প্রতিবছর কয়েক শো অভিযাত্রী আর শেরপা রা যান , তারাই অক্সিজেন সিলিন্ডার , বেঁচে যাওয়া খাবার ,পানীয় জলের বোতল ফেলে চলে আসেন অভিযাত্রী রা । এই ভাবেই আবর্জনার স্তুপ বাড়ছে, যা প্রকৃতির পক্ষে খুব ক্ষতিকারক । প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে ।
তাই যত শিঘ্র সম্ভব নেপাল সরকার জঞ্জাল পরিস্কার করতে উদ্যোগী হয়েছেন ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।