দেশ

ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের প্রতি আস্থা হারাচ্ছে শিক্ষক ও রাজ্য সরকারের কর্মচারীরা।


কল্পনা গুপ্ত:চিন্তন নিউজ: ৬ই অক্টোবর:- শনিবার সাংবাদিক বৈঠকে ত্রিপুরা সরকারি ফেডারেশন বিপ্লব কুমার দেব সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন – ” ত্রিপুরায় সরকার পরিবর্তনের পর থেকেই শিক্ষক কর্মচারীরা অবহেলিত হচ্ছেন। গত ৩১ মাসে কোন মহার্ঘ ভাতা দেওয়া হয়নি। ক্ষোভ যেভাবে বাড়ছে তাতে যে কোন সময়ে তার বহিঃ প্রকাশ ঘটতে পারে। তখন সরকারের সামনে গভীর সংকট নেমে আসবে।”

প্রসঙ্গত উল্লেখ্য যে সপ্তম বেতন কমিশনে ত্রিপুরায় সরকারি শিক্ষক – কর্মচারীর যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৫ হবার কথা তা নির্দিষ্ট হয়েছে ২.৫৭ এ এবং বিনিময়ে মহার্ঘ ভাতাও জোটেনি। ত্রিপুরায় বিশাল অংশে শিক্ষক – কর্মচারীরা দিন গুনছে নিয়মিত হবার আশায়।ফেডারেশনের মহাসচিব সমর রায় ক্ষোভ জানিয়ে বলেন – সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের ধাঁচে অধিগৃহীত সংস্থায় ও শিক্ষক- কর্মচারীদের বেতন- ভাতার পরিবর্তন হয় নি। বদলির ক্ষেত্রে নীতিহীনভাবে শিক্ষকদের অসুস্থতা, অবসরের দোরগোড়ায় অবস্থান, এমনকি অবসরপ্রাপ্ত শিক্ষকদেরও নাম পাঠানো হচ্ছে। বিশাল ক্ষোভ জমে আছে কর্মচারীদের যারা অনিয়মিত থেকে নিয়মিত হতে পারেননি এখনও – ত্রিপুরা সরকারের অক্ষম কার্যকারিতায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।