নিউজ ডেস্ক :-১৯শে মে ২০১৯ : আজ লোকসভার শেষ দফার ভোটের সাথে মালদা জেলার হবিবপুর বিধানসভায় উপনির্বাচন হচ্ছে ।2016 সালের এই কেন্দ্রের বিধায়ক ছিলেন সিপিআইএম এর খগেন মূর্মূ।তিনি দল বদলে বিজেপিতে যোগদান করেন।এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেই জন্যই এই উপনির্বাচন।
আদিবাসী অধ্যুষিত মালদহর হবিবপুর বিধানসভা কেন্দ্রের জমজমাট উপনির্বাচন। ১৯ মে অর্থাৎ রবিবার হচ্ছে হবিবপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।
এই বিধানসভা কেন্দ্রটি আদিবাসী অধ্যুষিত হয় হেভিওয়েট চার দলের প্রার্থী করা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রার্থীদের। এখানে বিজেপির প্রার্থী হয়েছে বর্তমান জেলা পরিষদ সদস্য জয়েল মুর্মু, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে অমল কিস্কু, কংগ্রেসের প্রার্থী ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত সভাপতি রোজিনা মুর্মু পাশাপাশি সিপিএম প্রার্থী পোড় খাওয়া রাজনীতিবিদ সাধু টুডুকে।
শেষ দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের সঙ্গে রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। এবারে চতুর্মুখী লড়াই হতে চলেছে হবিবপুর বিধানসভা কেন্দ্রে। মোট ভোটার ২ লক্ষ ৪০ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১২১৪৫৯ জন ও মহিলা ভোটার রয়েছে ১১৮৬০৫ জন। অন্যান্য ভোটার রয়েছে ৭ জন।
ভোট পড়েছিল ১৮৩৬০০টি। শতাংশ হারে ৮২.৩৬। এবছর ২৪৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। মডেল বুথের সংখ্যা ৬টি। এর মধ্যে তিনটি বুথে থাকছে ২৪ জন মহিলা কর্মী। ১১ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী থাকছে। প্রায় প্রত্যেকটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী।
প্রসঙ্গত ২০১৬ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী অমল কিস্কু ভোট পায় ৬১৫৮৩ টি, সিপিএম প্রার্থী খগেন মুর্মুর ভোট পায় ৬৪০৯৫টি, বিজেপির প্রদীপ বাস্কে ভোট পায় ৪১৫৫৬টি। এক্ষেত্রে তৃণমূলের অমল কিস্কু কাছে ২৫১২ ভোটে পরাজিত হন সিপিএমের খগেন মুর্মুর কাছে। তবে এবারে মূল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। এই বিধানসভা কেন্দ্রটি আদিবাসী অধ্যুষিত হয় প্রত্যেক দলই জেতার জন্য মরীয়া প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
আদিবাসী এলাকা হওয়ায় এখানে রাস্তাঘাটের উন্নয়ন হলেও জলের বড় সমস্যা রয়েছে। এই এলাকাটি সীমান্ত লাগোয়া কৃষি প্রধান এলাকা। স্বাভাবিকভাবেই বর্তমানে এখানকার মানুষরা চাষের সুযোগ সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত। সেই কারণে এই এলাকার মানুষ কাজের তাগিদে ভিন রাজ্যে পাড়ি দেয়। এখন অপেক্ষা ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এবং কে জয়ী হন সেটা দেখার।