দেশ শিক্ষা ও স্বাস্থ্য

ডাক্তারদের সুরক্ষায় সিআইএস‌এফ দাবি করলেন এন‌এম‌ও


নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:-১৭ই জুন:–গত ছ’দিন ধরে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এন আর এস হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে সেদিন যে ধুন্ধুমার কান্ড ঘটলো এন আর এস হাসপাতালে।সেদিন জনগণ যখন চড়াও হন ডাক্তারদের ওপর তখন ওখানে পুলিশ থাকা সত্বেও নীরব দর্শকের ভূমিকা পালন করছিল।এনআরএসের জুনিয়র ডাক্তারদের বক্তব্য ছিল তাদের উপর যখন আক্রমণ হয় পুলিশ যথাযথ ব্যবস্থা
নেয়নি৷ ডাক্তারদের বক্তব্যকে গুরুত্ব দিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে বাংলার মেডিকেল কলেজগুলোতে সেন্ট্রাল ইন্ড্রাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের দাবি জানালেন ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশনের প্রতিনিধি সোমনাথ সরকার৷

সোমনাথ বাবু জানান, ‘‘নীলরতনে যেটা হয়েছে , সেটা ভয়ঙ্কর৷ পরিবহ নামের ইয়াং ছেলেটি এখনও চিকিৎসাধীন৷ অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী গোঁ ধরে বসে রয়েছেন৷ ওঁর উচিৎ এনআরএসে এসে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলা৷ রাজ্যের পুলিশ যদি ডাক্তারদের নিরাপত্তা দিতে না পারে তাহলে অন্য ব্যবস্থা করতে হবে৷ আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি বাংলার মেডিকেল কলেজগুলোতে সেন্ট্রাল ইন্ড্রাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ব্যবস্থা করা যায় কিনা৷”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।