জেলা

রেডভলেনটিয়ারদের পাশে জলপাইগুড়ি জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের কয়েকজন মা।


দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:২৯শে জুলাই:- বুধবার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ভলিউন্টারদের তরুণ ও নবীন প্রজন্মের ছেলেমেয়েদের হাতে ছত্রিশ হাজার টাকা (৩৬,০০০/-) , জলপাইগুড়ির ১৯৭৬ মাধ্যমিক ব‍্যাচের পক্ষ থেকে মূলত প্রাক্তন এলআইসি কর্মচারী কল্যাণ দাস, ও গৌতম তলাপাত্র সহ অন্যান্য সকল এর উদ্যোগে এই অর্থ প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি জলপাইগুড়ি
জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তন ছাত্রদের মায়েরা মিলিতভাবে “জলপাইগুড়ি রেড ভলেন্টিয়ার হাতি ৫৫০০ টাকা অর্থ তুলে দেন। মায়েদের তরফে জানানো হয়েছে আমরা জলপাইগুড়ি জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের কয়েকজন মা। সুদীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে আমরা পারস্পরিক যোগাযোগ রেখে চলেছি।। আমাদের সন্তানেরা দেশে-বিদেশে এখন কর্মরত, প্রতিষ্ঠিত।ওরা মাঝে মাঝে যে টাকা আমাদের পাঠায়-সেখান থেকে সমাজসেবার উদ্দেশ্য নিয়ে আমরা বন্ধুরা কিছু অর্থ সঞ্চয় করেছি। বর্তমানের কোভিড পরিস্থিতিতে “রেড ভলেন্টিয়ার” যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তাদেরকে সাহায্য করাটা আমাদের কর্তব্য
১/শ্রীমতি কৃষ্ণকলি কুন্ডু
২/সুলতানা সঞ্জিদা
৩/শ্রীমতি ছবি চ্যাটার্জী
৪/শ্রীমতি মাধু দাস
৫/শ্রীমতি সোমা সরকার
৬/শ্রীমতি মিঠুয়া ঘোষ
৭/শ্রীমতি স্বপ্না ভট্টাচার্য
৮/শ্রীমতি অপর্ণা ঘোষ রায় এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

করোনার এই অতিমারীর সময় , যৎসামান্য হলেও , আর্তজনের সাহায্যে এই অর্থ কাজে লাগবে বলে উদ‍্যোক্তারা জানিয়েছেন । রেড ভলিউন্টারদের অনন্য সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেছেন ১৯৭৬ মাধ্যমিক ব‍্যাচের এই ছাত্রছাত্রীরাও । রেড ভলেন্টিয়ার দের তরফে অনুভব দে জানান, শিলিগুড়িতে ডেল্টা সংক্রমণ শুরু হয়েছে এটা থার্ড ওয়েব এর সংকেত বলেই মনে হয়। আমাদের রেড ভলেন্টিয়ার্স এর কাজ চলবে যেভাবে মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে আমরা আপ্লুত। এভাবে সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আগামীতে থার্ড ওয়েব এর মোকাবিলা করতে পারব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।