জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নিউজ


চিন্তন নিউজ:১লা আগস্ট:- সংবাদদাতা বিভাস সাহার রিপোর্ট-আজকে ১লা আগস্ট শনিবার, সকাল ৯:৩০টায় সিপিআই (এম)ক্যানিং এরিয়া কমিটির গৌরদহ শাখার পক্ষ থেকে গৌরদহ বাজারে করোনা সচেতন প্রচার, মাস্ক বিতরন এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রচার কর্মসূচীপালিত হলো …
সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন এই বার্তা নিয়ে সিপিআই (এম) দলের কর্মীরা বলেন,তারা ছিলেন, আছেন, থাকবেন মানুষের পাশে।

দেবু রায়ের রিপোর্ট- সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বারুইপুর পূর্ব লোকাল কমিটির পক্ষ থেকে আজ ৫০ টি শিশুকে বিস্কিট , কেক , কর্ণফ্লেক্স , চিপস , ও মশলামুড়ির প্যাকেট উপহার দেয়া হলো ॥


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।