দেশ

কৃষক আন্দোলনকে রোখার নতুন কৌশল


মধুমিতা রায়:চিন্তন নিউজ:১লা ফেব্রুয়ারি:- -দেশ স্বাধীন হওয়ার পর সর্ববৃহৎ কৃষক আন্দোলনের জোয়ার প্রত্যক্ষ করছেন দেশবাসী। সারা দেশ থেকে কৃষকরা যোগ দিচ্ছেন প্রতিদিন প্রতিমুহূর্তে। কেন্দ্রীয় সরকার দমন-পীড়ন চালিয়েও দমাতে পারেনি কৃষক সেনানীদের।

এবার  হরিয়ানা থেকে কৃষকদের ট্রাক্টর মিছিল আটকাতে হরিয়ানার  বিজেপি সরকার  হরিয়ানা – দিল্লী সীমান্তে  পুলিশ বাহিনীর সাহায্যে ন্যাশনাল হাইওয়ের কাছে বিশাল আকারের পরিখা খনন করছেন।

কৃষক নেতৃত্ব অবশ্য বলে দিয়েছেন, কোনো ভাবেই এই আন্দোলনকে রোখা যাবে না। যত বাধাপ্রাপ্ত হচ্ছে ততই আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে  সারা দেশে। ইতিহাস বলছে,  লড়াইয়ে ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থার পরাজয় অবশ্যম্ভাবী।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।