চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :১৫ই ডিসেম্বর:- খন্ডঘোষ ১ আঞ্চলিক কমিটির রূপসায় নয়া কৃষি আইনের বিরুদ্ধে ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ডি ওয়াই এফ আই সভা হয়। সেই সভায় বক্তব্য রাখেন রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি।
কেতুগ্রামের চরখিতে মহিলা সমিতির উদ্যোগে নয়া কালা কৃষি আইনের বিরুদ্ধে ও দিল্লিতে কৃষকদের লড়াইকে সমর্থন জানিয়ে পথসভা সংগঠিত হয়।
কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে আজ গুসকরা পূর্ব এরিয়া এলাকার একমাত্র পশুহাট গুসকরাতে হাটসভা করা হলো। সাথে দিল্লির কৃষক আন্দোলন তহবিলের জন্য অর্থ সংগ্রহ করা হয়। এখানে বক্তব্য রাখে জেলা কৃষক সভার সম্পাদক মন্ডলীর সদস্য আলমগীর মন্ডল, ব্লক কৃষক সভার সম্পাদক রবিন টুডু, ব্লক কৃষক সভার সহ সম্পাদক আলোক কুমার মন্ডল।