দেশ

বিনামূল্যে রাজ‍্যবাসীর জন‍্যে করোনা টিকার ঘোষণা কেরালা সরকারের।।


চৈতালি নন্দী: চিন্তন নিউজ:১৫ই ডিসেম্বর:- আবারও বিকল্প পথ দেখালো বাম গণতান্ত্রিক সরকার শাসিত কেরালা সরকার। শনিবার রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজবাসীকে বিনামূল্যে  কোভিড ১৯এর ভ‍্যাকসিন দেবার ঘোষণা করেন। এই ভ‍্যাকসিনের ব‍্যায়ভার সম্পূর্ণভাবে বহন করবে সে রাজ‍্যের সরকার।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ  সঙ্কেতের অপেক্ষায় রাজ‍্যের প্রথম সারির স্বাস্থ্য কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।

মুখ‍্যমন্ত্রী বিজয়ন জানান বর্তমানে দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার নিম্নমুখী, কমেছে মৃত‍্যুহারও।কেরালাও এর ব‍্যাতিক্রম নয়, তবে এখানে মৃত‍্যুহার জাতীয় হারের(১.৩%) তুলনায় অনেক কম (০.৫%), যা দেশবাসীকে অনেকটা স্বস্তি দিয়েছে। তবে এক্ষেত্রে আত্মতৃপ্তির কোনো অবকাশ নেই। জনগণকে সরকার নির্দেশিত প্রটোকল মেনে চলার ও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন তিনি। এক্ষেত্রে উল্লেখযোগ্য একসময় কেরালা করোনা আক্রান্তের নিরিখে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ‍্যগুলির মধ‍্যে ছিল।

ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম কোভিড ভ‍্যাকসিন উৎপাদন সংস্থা সেরাম ইন্সটিটিউট গণহারে উৎপাদন ও মজুদ শুরু করেছে। অন‍্যদিকে ভারত বায়োটিক ও জ‍্যাডাস ক‍্যাডিলা তাদের ভ‍্যাকসিন তৈরীর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

কেরালা সরকার জানান প্রতিটি রাজ‍্য কতো সংখ্যক টিকার ডোজ পেতে পারে তা কেন্দ্রের বিবেচনাধীন। বর্তমানে কেরালায় পুরভোট চলার কারণে সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেদিকে সরকারের নজর রয়েছে। তবে সরকারের তরফে বিনামূল্যে ভ‍্যাকসিন প্রদানের ঘোষণা রাজ‍্যবাসীকে কিছুটা স্বস্তি দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।