সাহিন মন্ডল: চিন্তন নিউজ:১৬ই সেপ্টেম্বর:-আজ মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে ডিওয়াইএফআই ইসলামপুর লোকাল কমিটির উদ্যোগে কাজের দাবিতে সমাবেশ ।
এই সমাবেশে হাজার হাজার যুব সমাজের উপস্থিতি অন্যান্য মানুষদের উদ্দিপিত করেছে। এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র। তাঁর বক্তব্য আজ শুধু ট্রেলর দেখালো ইসলামপুর, পিকচার আভি বাকি হ্যায়। এই সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা।