জেলা

মুর্শিদাবাদ জেলার ভোটের খবর


মিতা দত্ত: চিন্তন নিউজ:১১ই মার্চ:– আমাদের প্রিয় ভারতবর্ষে সংসদীয় ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠিত হয় যা ভারতের সংবিধানের অহংকার। সার্বজনীন ভোটাধিকার – এই একটি জায়গার সবাই সমান । বহুদলীয় গণতন্ত্রে প্রত্যেকটি দলের মনোনীত ব্যক্তি এমনকি যে কোনো ব্যক্তি ভোটে প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে দূর্নীতিগ্রস্থ, অমার্জিত, বহু আর্থিক কেলেঙ্কারির দল ও লোকেরা সংসদীয় গণতন্ত্রকে কালিমালিপ্ত করছে। বিশ্বে ভারতের মর্যাদা ভূলুণ্ঠিত হচ্ছে।

এই জটিল অবস্থায় এই রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকে বেজে উঠেছে ভোটের দামামা ।বামপন্থীরা সারাবছর মানুষের পাশে থাকে ।তাই ভোটে অংশগ্রহণ করবে এটাই স্বাভাবিক। এবারের ভোটে গড়ে উঠেছে সংযুক্ত মোর্চা যা রাজ্য রাজনীতিকে আলাদা মাত্রা দেবে ।
মুর্শিদাবাদ জেলায় বামফণ্টের প্রার্থী ঘোষণা হয়েছে ।সারারাজ্যের মতো এখানে তারুণ্যের জোয়ার ।সি,পি(আই)এম এর প্রার্থী ঘোষণার ঐতিহ্য প্রার্থীকে গণতান্ত্রিক আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত থাকতেই হবে – তবেই সে গ্রহণযোগ্য হবে । প্রার্থীদের তালিকা দেখলেই সেই ছবি পাওয়া যাবে।

ভগবানগোলার প্রার্থী কামাল হোসেন ।ডিওয়াই এফ আই এর প্রাক্তন জেলা সভাপতি। পার্টির এরিয়া কমিটির সম্পাদক

নবগ্রামের কৃপালিনী ঘোষ – মহিলাসমিতির জেলার কর্মী ও পার্টির জেলা কমিটির সদস্য

ডোমকলের মোস্তাফিজুর রহমান – ডোমকলের এরিয়া কমিটির সম্পাদক।জেলাকমিটির সদস্য ।
জলঙ্গীর শরিফুল ইসলামের সবচেয়ে বড়ো পরিচয় এই থানার কৃষক সভার সভাপতি ।

এছাড়া বামফন্টের জঙ্গীপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী – এলাকার জনপ্রিয় ব্যক্তি।


এই ব্যক্তিদের নির্বাচিত করে একটা জনদরদী সরকার গঠনের লক্ষ্যে মুর্শিদাবাদের মানুষ প্রচারে পথে নেমেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।