জেলা

হুগলি জেলার আজকের নিউজ


নিজস্ব সংবাদদাতা -।চিন্তন নিউজ:::::— ১১ ই মার্চ::—-আজকের হুগলি জেলার সংবাদে রয়েছে প্রার্থী পরিচয়::- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির তরুণ সদস্য কমরেড রজত ব্যানার্জী (বাপ্পা) কোতরং-হিন্দমোটর নন্দনকানন এলাকার স্থায়ী বাসিন্দা। বয়স ৪৩ বছর। এলাকায় খুব জনপ্রিয়। মানুষের বিপদ আপদে সদা তৎপর একজন সমাজকর্মী। রাতে কাউকে হাসপাতালে ভর্তি করতে হবে, রক্ত দিতে হবে কাউকে, পরিবারে আত্মীয় বিয়োগ হয়েছে – শ্মশানে নিয়ে গিয়ে দাহ করতে হবে,… খবর পেয়ে দলবল নিয়ে হাজির বাপ্পা। কিছুদিন আগে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হুগলী জেলা কমিটির সদস্য ছিলেন, ছিলেন ডি ওয়াই এফ আই উত্তরপাড়া জোনাল কমিটির সদস্য এবং কোতরং-হিন্দমোটর লোকাল কমিটির প্রথমে সম্পাদক ও পরে সভাপতি। এলাকায় অসংগঠিত শ্রমজীবীদের, বিশেষ করে রিকশা চালক, অটো ও টোটো চালক এবং রাজমিস্ত্রি ও জোগাড়েদের সি আই টি ইউ সংগঠনের মধ্যে সংঘটিত করার কাজে যুক্ত যোগ্য সংগঠক কমরেড রজত ব্যানার্জী (বাপ্পা)। লক ডাউন পর্বে ভদ্রকালী কোতরং হিন্দমোটর কোন্নগর এলাকায় যে সমস্ত কমিউনিটি কিচেন বা জনতার রান্নাঘর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও অন্যান্য সংগঠনের নেতৃত্বে সংগঠিত হয়েছিল, তার অন্যতম প্রধান সংগঠক ছিল কমরেড রজত ব্যানার্জী। আমফান ঝড় ও বৃষ্টির সময় ঝুঁকি নিয়ে সারা রাত জেগে দুর্গতদের উদ্ধার করা এবং পরে তাদের কাছে খাবার পৌঁছে দিতে নেতৃত্ব দিয়েছিলো কমরেড রজত ব্যানার্জী। এই ধরণের কমিউনিস্ট পার্টির কর্মীকে একাধিক মিথ্যা মামলায় জড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শ্রমিকদের অধিকার রক্ষা থেকে কৃষি আইন প্রত্যাহার করার আন্দোলন, যুবকদের কর্মসংস্থানের দাবি করে নবান্ন অভিযান – সমস্ত গণ আন্দোলন ও সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে কমরেড রজত ব্যানার্জী। জনগণের প্রতি দায়বদ্ধ এই কমিউনিস্ট পার্টির কর্মী এলাকায় বিভিন্ন ক্লাব সংগঠনের সাথে যুক্ত। ফুটবল কোচিং সেন্টার চালানো থেকে শুরু করে রক্তদান শিবির… সবেতেই কমরেড রজত ব্যানার্জী একজন যোগ্য সমাজকর্মী। তরুণ প্রজন্মের এই সাহসী যুবককে এবার সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট মনোনীত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। আসুন এই যোগ্য যুবককে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করি আমরা।… তৃণমূল কংগ্রেস ও বি জে পি কে পরাজিত করে রাজ্যে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গড়ে তোলার আহ্বান।

আবার এদিকে হুগলি চুঁচুড়া বিধানসভায় দাঁড়িয়েছেন ডাঃ প্রনব কুমার ঘোষ।বামফ্রন্ট ও কংগ্রেস জোট,সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থী ডাক্তার প্রনব ঘোষকে বিপুল ভোটে জয়ী করুন। ডাক্তার প্রনব ঘোষ ১৯৯৭ সালের নীল রতন সরকার হসপিটাল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করেন এবং তারপর বর্ধমানের প্রত্যন্ত গ্রামে চাকরী করেন প্রায় ৮ বছর।। ২০০০ সালে সরকারি চাকরি ছেড়ে বামপন্থী রাজনীতিতে প্রবেশ করেন।২০১৫,২০১০,২০১৫ সালের পৌরসভার নির্বাচন এ জয়লাভ করেন। ২০১৫ সালে তৃনমুল কংগ্রেস সরকারের ভোট লুঠকে পরাস্ত করে জয় ছিনিয়ে আনেন। বারবার তিনি কাজ না পাওয়া বেকার যুবক যুবতীর পাশে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন ধরে বন্ধ গোন্দলমিল জুটমিলের অসহায় মূমূর্ষ শ্রমিক রোগীদের সেবা করতে ছুটে গেছেন।। ডাঃ প্রনব ঘোষ ২০২০ সালের ভয়াবহ করোনা সংক্রমণ এর সময যখন কোন ডাক্তার পাওয়া যায় নি তখন ডাঃ প্রনব ঘোষ নিজের চেম্বার একটা দিনের জন্যেও বন্ধ রাখেন নি।।উনি আমফান এর সময় কোন কিছু চিন্তা না করে প্রত্যন্ত সুন্দরবন এবং হাঁসখালির এলাকায় গেছেন দুঃস্থ দের চিকিৎসা ব্যবস্থা করতে।।উনি স্টুডেন্ড হেলথ হোম ও পি আর সি র সঙ্গে সরাসরি যুক্ত।।দুঃস্থ অসহায় ছাত্র ছাত্রী পাশে তিনি সর্বক্ষণ আছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।