জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৮ ই জুন – আজ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফলাফল প্রকাশ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করলেন। নবম ও একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও দশম ও দ্বাদশ শ্রেণীর প্রজেক্ট, প্র্যাকটিক্যাল পরীক্ষার ওপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল প্রকাশের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। এই সিদ্ধান্তের ফলে একটা বড় অংশের ছাত্রছাত্রীদের ভবিষ্যতে চরম ক্ষতির স্বীকার হতে হবে। এই সিদ্ধান্তের ‍ সর্বস্তরের শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিচ্ছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি

কালনা ২ নং ব্লকের আনুখাল গ্রাম পঞ্চায়েত এলাকার রাজডাঙ্গা নামের একটি গরীব পাড়ায় কালনা ২ রেড ভলেন্টিয়ার্স-এর পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে ৮টি পরিবারের মোট ২২ জন ব্যক্তির স্বাস্থ্য ( বি.পি., অক্সিজেনের মাত্রা ইত্যাদি) পরীক্ষা করা হল। উপস্থিত ছিলেন রেড ভলেন্টিয়ার্স-এর পক্ষে পিযূষ চ্যাটার্জি, তারাচাঁদ সরেন, সুরজিৎ বাগ এবং নবকুমার বাগ। এছাড়াও গণআন্দোলনের পক্ষে অশোক মালিক।শুভম চক্রবর্তী, কালনা শহরে বাড়ি, রামকৃষ্ণ বিদ্যামন্দির বেলুড়ে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশুনা করছেন।
রেড ভলেন্টিয়ারদের কাজে সাহায্যের জন্য অক্সিজেন সিলিন্ডার ও রেড ভলেন্টিয়ারদের জন্য টি শার্ট তুলে দিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, লকডাউনের সময় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিয়ে তিনি যা রোজগার করেছেন তার থেকে রেড ভলেন্টিয়ারদের তিনি ১০,০০০/ টাকা সাহায্য করেছেন। সেই অর্থ দিয়ে কেনা কাজের সরঞ্জাম শুভম চক্রবর্তী তুলে দেন ডাঃ গৌরাঙ্গ গোস্বামীর হাতে। উপস্থিত ছিলেন স্বপন ব্যানার্জী সহ কালনা শহরের রেড ভলেন্টিয়ারের চারটি জোনের কনভেনর কমঃ জনা মুখার্জী, নীরব খাঁ,নেপাল সরকার, অভিজিৎ রায়।

বর্ধমানে শ্রমিক ক্যান্টিন চলছে। শ্রমিকরা তাদের নিজেদের ক্যান্টিন ভাবছেন। তাই নিজেরাই হাতে হাত লাগিয়ে কাজ করছেন। আজ শ্রমিক ক্যান্টিন এ এসেছিলেন সিটু পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক সুকান্ত কোনার, সিটু নেতৃত্ব নজরুল ইসলাম, তুষার মজুমদার। প্রতিদিন ২০০ জন শ্রমিক এই শ্রমিক ক্যান্টিন থেকে খাবার নিচ্ছেন। এই ক্যান্টিনকে চালিয়ে যাওয়ার জন্য প্রতিদিন মানুষ এগিয়ে আসছেন। আজ এই শ্রমিক ক্যান্টিনে ১০ হাজার টাকা সাহায্য করেন প্রয়াত অধ্যাপিকা আরতি ব্যানার্জির পরিবারের পক্ষ থেকে তাঁর স্বামী এবং নেতৃত্ব তুষার মজুমদার তাঁর চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করেছেন, তাঁর অবসরকালীন অর্থ থেকে ৫ হাজার টাকা তুলে দেন তাঁর স্ত্রী অপর্ণা মজুমদার ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।