রাজ্য

১০০ দিনের প্রকল্পে সরকারি টাকা তছরূপ বীরভূমে


পম্পা নন্দী, চিন্তন নিউজ, ২৩ জুন: পুকুর না কেটেই দেড় কোটি টাকা গায়েব ! কাঠগড়ায় উদ‍্যান পালন দপ্তর। চুরির তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ জেলাশাসকের। একশো দিনের কাজে টাকা নিয়েও ২৬ টি পুকর কাটা হয়নি। অথচ তিন কোটি টাকার মধ‍্যে দেড় কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। উদ‍্যান পালন দপ্তরের সহ অধিকর্তার নিজস্ব পাস‌ওয়ার্ড থেকে তাঁর‌ই ডঙ্গল ব‍্যবহার করে টাকা লেনদেন হয়েছে। বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা জানিয়েছেন, সরকারি প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযুক্তদের খোঁজার কাজ চলছে। সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়েছেন উদ‍্যান পালন দপ্তরের অধিকর্তা সজলেন্দু সিট।

তদন্তে নেমে প্রশাসন জানতে পারে , প্রতিটি পরিকল্পনা থেকে টাকা বরাদ্দ করেছেন সোমনাথ চট্টোপাধ‍্যায় নামে এক সাব আ্যসিস্টান্ট ইঞ্জিনীয়ার। তাঁর স‌ই মারফত এক কোটি টাকা বেরিয়েছে। সজলেন্দু সিট জানান অস্থায়ীভাবে সোমনাথবাবুকে নিয়োগ করে গিয়েছিলেন আগের কর্তারা। শুধু সজলেন্দুবাবুই নন, এই কাজের সঙ্গে তাঁর সহযোগী সুবিমল মন্ডল‌ও জড়িত বলে জানা গিয়েছে। ঘটনা প্রকাশ‍্যে আসার পর সোমনাথবাবু আর অফিসে আসছেন না।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।