বিজ্ঞান ও প্রযুক্তি বিদেশ

চাঁদের বালি বা মুন ডাস্ট নিয়ে আইনি লড়াইয়ে হারলো নাসা।


রত্না দাস:চিন্তন নিউজ:২৩শে জুন:–চাঁদের বালি বা মুন ডাস্ট নিয়ে আইনি লড়াইয়ে হারলো নাসা :—
প্রায় একবছর আইনি লড়াইয়ের পর এটা স্থীর হলো যে নীল আর্ম ও বাজ আলড্রিনের সংগ্রহ করা চাঁদের বালির মালিকানা নাসার নয়।কার্লসনের।নাসাএকটি সরকারি নিলামে তুলেছিল চাঁদের বালির ব্যাগটি। কার্লসন তা ৯৯৫ মার্কিন ডলারে কিনে নিয়েছিল।কার্লসনের আইনজীবীরা জানান , ব্যাগটি প্রথমে কার্রলসনের একটি স্পেস মিউজিয়ামে রাখা ছিল ব্যাগটি । সেটি চুরি হয়ে যায় ও এটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পড়ে যায়।সেই ব্যাগটি তারা নাসার হাতে দিয়ে দেয়।কিন্তু নাসা ব্যাগটা চিনতে ভুল করে ও সেটাকে নিলামে তোলে।কার্লসন তা কিনে নেন ২০১৫ সালের ফেব্রুয়ারিতে।তারপর কার্লসন সেটাকে জনসন স্পেস সেন্টারে পাঠায় পরীক্ষার জন্য।তখন নাসা তাদের ভুল বুঝতে পেরে ওই ব্যাগটি ফেরত দিতে অস্বীকার করে।শুরু হয় দীর্ঘ আইনি লড়াই।শুক্রবার আদালত নাসার কাজকে অবৈধ ঘোষণা করে।গত সোমবার কার্লসন বুঝে পান তার ব্যাগ। বর্তমানে এটি একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কাছে আছে।ব্যাগটি নিয়ে কার্লসন কি করবেন সেটা ভবিষ্যতে জানাবেন বলে আশা করা যাচ্ছে। এটাকে নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।