দেশ

হক জেট যুদ্ধ বিমানের প্রথম সফল মহিলা পাইলট মোহনা সিং


মল্লিকা গাঙ্গুলী, চিন্তন নিউজ, ১ জুন: ভারতীয় মেয়েরা আজ সব ক্ষেত্রে এগিয়ে। একদিকে তিন ভারতকন্যা যখন বাইক চালিয়ে ভারত থেকে সুদূর ইংল্যান্ড পাড়ি দিচ্ছে অপর দিকে আজ শুক্রবার ভারতীয় বায়ুসেনা এক বিবৃতিতে জানিয়েছে, মোহনা সিং প্রথম ভারতীয় মহিলা লেফটেন্যান্ট হিসেবে “হক জেট বিমান” ওড়াতে সফল।
২০১৬ সালের জুন মাসে মোহনা সিং, ভাবনা কান্ত, এবং অবনী চতুর্বেদী এই তিন মহিলা বায়ুসেনার ফাইট স্ট্রিমে যোগদান করেন। লেফটেন্যান্ট ভাবনা ও প্রথম মহিলা পাইলট যিনি “মিগ-21 বাইসন” উড়িয়ে নিজের দক্ষতার সাক্ষর রাখেন। আর মোহনা সিং air to air, air to ground উভয় ক্ষেত্রেই সফল, এমন কি বিমান থেকে রকেট বা বোম নিক্ষেপ করার প্রশিক্ষণ সম্পূর্ণ করেন। এবার মোহনার দুঃসাহসী পদক্ষেপ হক জেট ওড়ানো। মোহনা দীর্ঘ ৫০০ ঘন্টা একটানা হক বিমান উড়িয়ে কোনো রকম সমস্যা ছাড়াই পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা এয়ার ফোর্স সেটশনে অবতরণ করেন। মোহনা সিং এর এই সাফল্য ভারতের সমরাঙ্গনে নিঃসন্দেহে নতুন ইতিহাস এবং অবশ্যই নারী শক্তির জয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।