রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

মানবতার পথে বেথুন কলেজ


মীরা দাস, চিন্তন নিউজ, ১ জুন: ”সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই” – এই আদর্শকে পাথেয় করে শিক্ষাঙ্গনে নতুন অধ্যায় শুরু করতে চলেছে কোলকাতার বেথুন কলেজ। এই বার্তা দিয়ে কলকাতার বেথুন কলেজ মানবতার পথ চেনালো ছাত্রীদের। স্নাতক স্তরে ভর্তির ফর্মে ”রিলিজিয়ন” অপশনের জায়গায় ”হিউম্যানিটি” অপশন যোগ করা হয়েছে।
যে সব ছাত্রীরা এই কলেজে ভর্তি হতে চায় তাদের আর কলেজে আসতে হবে না, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। বেথুন কলেজের অধ্যক্ষা মমতা রায় বলেন এটা আমাদের কলেজ কর্তৃপক্ষের সম্পূর্ণ মিলিত একটি সিদ্ধান্ত। সব ধর্মের আগে আসে মানবতা তাই এই অপশনটি রেখেছি আবেদন ফর্মে। অনলাইনে আবেদনের সময় কোন ধর্মে বিশ্বাসী এই অপশনে ক্লিক করলেই রয়েছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ধর্মের মত অপশনগুলি, আর সবার প্রথমেই আসছে ”হিউম্যানিটি” অপশন। এখানেই নিজেদের চিন্তাধারায় চমৎকারিত্বের পরিচয় দিয়েছেন বেথুন কলেজ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।