রাজ্য

সিংহের খাঁচায় ঢুকে জখম যুবক


সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ১৯ মার্চ: কিছু বছর আগে এক ব্যক্তি হঠাৎ বাঘের খাঁচায় ঢুকে তাকে ফুলের মালা পড়াতে গিয়ে বাঘের থাবায় আহত হয়ে তাঁর মৃত্যু হয়। আজ আবার একই ঘটনার সাক্ষী থাকলো কলকাতার আলিপুর চিড়িয়াখানা।

মেদিনীপুর জেলার পটাশপুরের বাসিন্দা গৌতম গুছাইত আজ হঠাৎ সাধুর বেশে গাছ বেয়ে সিংহের খাঁচায় ঢুকে পড়ে। এমনকি গুহার সামনে যে জলাধার আছে তা পেরিয়ে সোজা “বিশ্বাস” নামে ওই সিংহের খাঁচায় ঢুকে পড়ে। সাথে সাথে সিংহ এসে তাকে থাবা বসায়।

গৌতম গুছাইতকে সিংহের খাঁচায় ঢুকতে দেখে সাত তাড়াতাড়ি চিড়িয়াখানার নিরাপত্তারক্ষীরা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং তাকে এস এস কে এম হসপিটালে ভর্তি করা হয়। ঐ ভদ্রলোক মাথায় গন্ডগোল আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কিভাবে ওই ব্যক্তি সিংহের খাঁচায় ঢুকে পড়লেন আর তা কেন আলিপুর চিড়িয়াখানায় রক্ষীদের চোখে পড়লো না তা নিয়ে যথেষ্ট আলোচনা তৈরী হয়েছে।

হাসপাতাল সুত্রে জানা গেছে গৌতম গুছাইতকে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর ডান পায়ে সিংহের থাবার বিশাল ক্ষত। আপাতত যার্বিস ইনজেকশন দিয়ে রাখা হয়েছে। এখনও পর্যন্ত তাকে অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে। সরকারি চিড়িয়াখানায় এমন ঘটনায় সবাই হকচকিয়ে গেছে। কতটা বেনিয়মে চলছে চিড়িয়াখানার কাজকর্ম তা নিয়ে এক বিশাল প্রশ্ন উঠেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।