দেশ

মধ্যাহ্ন ভোজন রন্ধনকর্মচারীদের প্রতিবাদ,ধর্ণা গুয়াহাটির চচল অঞ্চলে…


সীমা বিশ্বাস, আসাম:- চিন্তন নিউজ:২২শে ডিসেম্বর:– গত ২০ ডিসেম্বর২০২১, বিভিন্ন দাবি নিয়ে গুয়াহাটির চচলে প্রায় দুই হাজার মধ্যাহ্ন ভোজন রন্ধন কর্মচারীরা প্রতিবাদে উত্তাল করে তোলেন ধর্ণাস্থল। প্রথম দাবি, মধ্যাহ্ন ভোজন প্রকল্প এন জি ও র অর্থাৎ অক্ষয় ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ করা, দ্বিতীয়ত: বকেয়া ধন ফেরৎ দেওয়া, তৃতীয়ত: রন্ধন কর্মীদের সন্মাননা নূন্যতম মজুরি আইন মতে ধার্য্য করা, চতুর্থত: রন্ধন কর্মীদের চতুর্থ বর্গের কর্মচারীর মর্যাদা প্রদান করা ইত্যাদি র দাবিতে স্মারকপত্র সচিবালয়ের প্রতিনিধির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে প্রেরণ করা হয়।

অতি দুর্ভাগ্যজনক যে কাওয়াইটারি এম ই মাদ্রাসার রন্ধন কর্মী এলিজা বেওয়ার প্রতিবাদ স্থলে আসার সময় চলন্ত ট্রেনের নীচে পড়ে মৃত্যু হয়। ইউনিয়নের সম্পাদিকা কনকলতা দাস, শ্রমজীবী মহিলার নেত্রী অঙ্গনবাদী কর্মী সহায়িকা সংস্থার সম্পাদিকা ইন্দিরা নেয়ার প্রয়াত কর্মীর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং প্ৰয়াত কর্মীর পরিবারের জন্য এককালীন সাহায্য দেওয়া র দাবি উত্থাপন করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।