কিংশুক ভট্টাচার্য, চিন্তন নিউজ, ২১ আগস্ট: করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে লকডাউনের জেরে কর্মহীন হয়েছিলেন অসংগঠিত ক্ষেত্রে কয়েক কোটি শ্রমিক। কর্মহীনতা এখন থাবা বসিয়েছে সংগঠিত ক্ষেত্রেও। লকডাউনের আগে ভারতে কর্মহীনতা ছিলো ছয় দশমিক সাত শতাংশ, মে মাসে হয়েছিল তেইশ শতাংশ, জুনে সাতাশ শতাংশ, এখন প্রায় তিরিশ শতাংশ। সংগঠিত ক্ষেত্রে মে মাস পর্যন্ত ছিলো এক কোটি ক্রমাণ্বয়ে বাড়তে বাড়তে এখন সেই সংখ্যা পৌছেছে এক কোটি আশি লক্ষ। সম্প্রতি সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি(সিএমআইই) জানাচ্ছে শুধু জুলাই মাসেই মাসিক বেতনভুক পঞ্চাশ লক্ষ কর্মচারী কাজ হারিয়েছেন।
Related Articles
১৯৭১ এ বাংলাদেশের মুক্তি যুদ্ধে পাঁচ মুক্তি যোদ্ধার সমাধির সন্ধান মিলল ত্রিপুরায় ।
গোপা মুখার্জী : চিন্তন নিউজ :৬ই নভেম্বর:- ১৯৭১এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামে যে সমস্ত বীর যোদ্ধা শহীদ হয়েছিলেন তাঁদের মধ্যে অনেকে আজও অবহেলিত, অপাংক্তেয়। নিজের দেশের মাটিতে ঠাঁই টুকু পর্যন্ত তাঁরা পাননি । শুধু বাংলাদেশ কেন , ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করলে এরকমই চিত্র দেখা যায় ।যুগ যুগ ধরেই বহু […]
করোনার করাল গ্রাসে সবচেয়ে বেশী আক্রান্ত দেশটির নাম ইটালি।।
চৈতালী নন্দী:চিন্তন নিউজ:২৫শে মার্চ:–সারাবিশ্বে কোভিড -১৯ এখন এক আতঙ্কের নাম। ইউরোপের বিভিন্ন দেশ, চায়না এই ভাইরাসের মোকাবিলা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই কোভিড- ১৯ এর সঠিক প্রতিষেধক বের হয়নি। কিন্তু চিকিৎসকরা বিভিন্ন ধরণের ভাইরাসের মেডিসিন এমনকি ম্যালেরিয়ার মেডিসিন দিয়েও রোগীদের চিকিৎসা দিয়ে চলেছে।এই কোভিড -১৯-এর কবলে পড়ে সবচেয়ে বেশী প্রাণহানীর ঘটনা ঘটেছে […]
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলনে পথে নামছে বাম দলগুলো।
নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৩ই ডিসেম্বর:–রাজ্যসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল।এই বিলের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে কোনো আমলই দিল না সরকার ।এই কালা বিল গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষতার পরিপন্থী, এবং অসাংবিধানিক। সংখ্যাগরিষ্ঠতার বলে গণতন্ত্রের টুঁটি চেপে দিল বর্তমান কেন্দ্র সরকার। এই নিয়ে রাজ্য,রাজ্যে বিক্ষোভ চলছে। আসাম জ্বলছে, ত্রিপুরায় বিক্ষোভ চলছে। ১৯ ডিসেম্বর দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ (CAB)-এর বিরুদ্ধে […]