অর্থনৈতিক দেশ

করোনাকালে কাজ হারিয়ে উপার্জনহীন এক কোটি আশি লক্ষ স্থায়ী কর্মচারী


কিংশুক ভট্টাচার্য, চিন্তন নিউজ, ২১ আগস্ট: করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে লকডাউনের জেরে কর্মহীন হয়েছিলেন অসংগঠিত ক্ষেত্রে কয়েক কোটি শ্রমিক। কর্মহীনতা এখন থাবা বসিয়েছে সংগঠিত ক্ষেত্রেও। লকডাউনের আগে ভারতে কর্মহীনতা ছিলো ছয় দশমিক সাত শতাংশ, মে মাসে হয়েছিল তেইশ শতাংশ, জুনে সাতাশ শতাংশ, এখন প্রায় তিরিশ শতাংশ। সংগঠিত ক্ষেত্রে মে মাস পর্যন্ত ছিলো এক কোটি ক্রমাণ্বয়ে বাড়তে বাড়তে এখন সেই সংখ‍্যা পৌছেছে এক কোটি আশি লক্ষ। সম্প্রতি সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি(সিএমআইই) জানাচ্ছে শুধু জুলাই মাসেই মাসিক বেতনভুক পঞ্চাশ লক্ষ কর্মচারী কাজ হারিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।