রাজ্য

বামপন্থীরাই প্রকৃত দেশপ্রেমিক–বিমান বসু।


রঘুনাথ ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:১৭ই আগস্ট:–কলকাতা মহানগরীর পাঁচ জায়গায়  বৃহস্পতিবার ৭৩ তম স্বাধীনতা দিবসে ১৬টি বাম ও বাম সহযোগী দলের অবস্থান অনুষ্ঠিত হয়। মৌলালী মোড়ে  বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন,
‘ বামপন্থীরাই সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক। কারণ, তাঁরা দেশের মাটির সঙ্গে দেশের মানুষকেও মহামূল্যবান মনে করেন।’আগামী ১লা সেপ্টেম্বর যুদ্ধের বিরুদ্ধে এক মহামিছিল সংগঠিত করা অত্যন্ত জরুরি বিবেচনা করা হয়েছে। কারা প্রকৃতই যুদ্ধের বিস্তারের জন্য দায়ী , কারা  মুলধনী নিহিত স্বার্থের দালালি করে সমাজের মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ও শান্তি বিঘ্নিত করার জন্য চক্রান্ত করছে তা চিহ্নিত করে, যারা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংবিধান ও মানুষের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের উপর চরম আঘাত নামিয়ে আনতে উদ্যত তা চিহ্নিত করে তাদের প্রতিহত করার আন্দোলনে নামার আওয়াজ তোলার
সময় এসেছে।

১৫ই আগষ্ট এই অবস্থান হয় বেলা দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত। সর্বত্র এই অবস্থানে কাশ্মীর-প্রসঙ্গও
ওঠে। অবস্থান বিক্ষোভে জম্মু কাশ্মীরের সরকারের দমন মূলক পদক্ষেপের বিরুদ্ধে সমবেত বামফ্রন্ট কর্মী সমর্থকরা সরকারের বিরুদ্ধে ধিক্কার জানান। মৌলালি মোড়ে বিমান বসু বলেন কাশ্মীর সমস্যা শুধু কাশ্মীরের নয়, এটা গোটা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ছিন্নভিন্ন করার
এক ঘৃণ্য ষড়যন্ত্র। দেশের স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো অবদান নেই তারা আজ কাশ্মীরকে খন্ডিত করলো।

শ্যামবাজারের অবস্থানে সূর্য্যমিশ্র বলেন, সরকার প্রতিদিনের জ্বলন্ত সমস্যাগুলো আড়াল করে
মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিতে চায়। ‘ওদের চমকের রাজনীতির মুখোশ খুলে দিতে হবে মানুষের রুটি আদায়ের আন্দোলনে সামিল হয়ে’।’
এছাড়াও , এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় বেহালা
১৪নঙ্ বাসস্ট্যান্ড, ঢাকুরিয়া ব্রিজ ও খিদিরপুর এলাকায়।
সুজন চক্রবর্তী, রবীন দেব,তমোনাশ  ভট্টাচার্য, ফৈয়াজ খান, মহম্মদ একলাখ, প্রমুখ বামফ্রন্ট নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।