জেলা

কঠিন সময়ে ত্রাণ দিতে বদ্ধপরিকর বামপন্থী মানবদরদীরা


জয়দেব নিয়োগী: চিন্তন নিউজ: ৮ই মে:- মহামারী প্রসুত অভাবনীয় পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের পাশে থাকার বার্তা দিয়ে যাচ্ছে বামপন্থীরা ও কয়েকটি মানবদরদী সংগঠন।
আজ চুচুঁড়া সেন্স সোসাইটি এবং গড়বাটি আমরা কয়েকজন সুইমিং ক্লাবের উদ‍্যোগে সিংগী বাগান ও চুচুঁড়া স্টেশন সংলগ্ন এলাকায় ১৫৭ টি দূর্দশাগ্রস্ত পরিবারের হাতে খাদ‍্যসামগ্রী তুলে দেওয়া হোলো।কোন কোন এলাকার মানুষ সরকারি রেশন পায়নি,কোন এলাকার মানুষ অভুক্ত রয়েছেন তা সঠিকভাবে চিহ্নিত করে তারা ত্রানের কাজ অব‍্যাহত রেখেছেন। ভবিষ্যতে ও তারা এই কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।