জেলা

আজকের হুগলি জেলার সংবাদ-


চিন্তন নিউজ:৩০শে অক্টোবর: দেবু ঘোষ:- চন্দননগর:-গন আন্দোলনের নেতৃত্ব , চন্দননগর নাগরিক কমিটি,পশ্চিম আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড মৃদুল মোহন মুখোপাধ্যায় ৮৬ বছর বয়সে গতকাল সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আত্মীয় স্বজন,পাড়াপ্রতিবেশী, অসংখ্য গুণগ্রাহী মানুষ এবং সিপিআইএম পার্টির নেতৃবৃন্দ ফুলমালায় শ্রদ্ধা নিবেদন করেন।।

আরামবাগ:-নীট (NEET) এ অসাধারণ ফলাফল করা গোপালপুর নিবাসী শিবম ঘোষকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আঁইয়া ইউনিট এর পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ডিওয়াইএফ আই চন্ডিতলা১ এরিয়া কমিটির সভাপতি কমরেড মুসা হালদার। চন্ডিতলা ২ লোকাল কমিটির প্রাক্তন সভাপতি কমরেড তালেব কাজী, কমরেড সৌরভ ব্যানার্জি, কমরেড নন্দলাল শী, এবং অন্যান্য কমরেডরা।।

জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-৮ ই নভেম্বর পান্ডুয়ার মহা মিছিলে যাবার জন্য ঝান্ডা তৈরি করতে ব্যস্ত ধামাসিনের কমরেডরা।

জয়দেব ঘোষ আর‌ও জানিয়েছেন- পান্ডুয়া:-সাধারণ ধর্মঘটকে সামনে রেখে দেওয়াল লিখন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বৈচি লোকাল কমিটির ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।