নিউজডেস্ক, চিন্তন নিউন, ১০ জুন: ১২ ই মে, ২০১৯ লোকসভা নির্বাচনের দিন রাতেই নন্দীগ্রাম-১ ব্লকের মহম্মদপুর অঞ্চলে CPI(M) এর পোলিং এজেন্টদের বাড়ি ভাঙচুর,বাড়ি লুঠপাট সহ গরু-ছাগল,এমনকি পোল্ট্রি থেকে প্রায় ২০০ টি মুরগী নিয়ে পালায় তৃণমূল।
নন্দীগ্রাম -২ ব্লকের গোপালচক বুথেও ৬৫ বছর বয়সী CPI(M) এর এজেন্টকে মারধর এবং বাড়ি ভাঙচুর করে তৃণমূল।
আজ সেই সমস্ত কমরডদের বাড়িতে গিয়ে তাদের হাতে ক্ষতিপূরণ সহ পাশে থাকার আশ্বাস দিলেন পূর্ব মেদিনীপুর জেলার বামফ্রন্টের নেতৃত্ববৃন্দ।
উপস্থিত ছিলেন CPI(M) পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কমঃ নিরঞ্জন সিহি, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমঃ নির্মল জানা, কমঃ শ্যামল মাইতি, কমঃ ইব্রাহিম আলি, কমঃ পরিতোষ পট্টনায়ক, জেলা কমিটির সদস্য কমঃ রামহরি পাত্র এবং RSP জেলা সম্পাদক কমঃ অমৃত মাইতি, CPI এর পক্ষে কমঃ কানাইলাল সাহু, কমঃ অশোক জানা সহ অন্যান্য এরিয়া কমিটির নেতৃত্ব ও স্থানীয় নেতৃত্ব -কর্মীবৃন্দ।