রাজ্য

‘নাগরিকত্ব সংশোধনী’বিলের বিরুদ্ধে আন্দোলনে পথে নামছে বামদলগুলি।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১২ই ডিসেম্বর:–রাজ্যসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিলের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে কোনো আমল‌ই দিল না সরকার ।এই কালা বিল গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষতার পরিপন্থী, এবং অসাংবিধানিক। সংখ্যাগরিষ্ঠতার বলে গণতন্ত্রের টুঁটি চেপে দিল বর্তমান কেন্দ্র সরকার। এই নিয়ে রাজ্য,রাজ্যে বিক্ষোভ চলছে। আসাম জ্বলছে, ত্রিপুরায় বিক্ষোভ চলছে।

১৯ ডিসেম্বর দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ (CAB)-এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলো বামফ্রন্ট সহ অন্যান্য সহযোগী বাম দল। সদ্য পাশ হওয়া নাগরিকত্ব বিল দেশের গণতান্ত্রিক চরিত্র বদলে দিচ্ছে বলে অভিযোগ বামফ্রন্টের। এই বিল শুধু ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট করছে না, এই বিল রীতিমত অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছেন তাঁরা।

দেশের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক পরিচয় বদলে দিতে উদ্যত হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন সরকার। তাঁদের আরও অভিযোগ, এই বিল পাশ করে সারা দেশে এনআরসি করতে চাইছে মোদি-শাহের সরকার। আর এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দেবে। বামেদের মতে, এই পদক্ষেপ আদপে আরএসএসের লক্ষ্য মেনে হিন্দুরাষ্ট্র তৈরি করার নামান্তর মাত্র।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।